গদ্দাফি স্টেডিয়াম
শেষ আপডেট: 31st January 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: সমস্ত আয়োজন প্রস্তুত। তারিখও লিখে নেওয়া যেতে পারে। ১১ ফেব্রুয়ারি। ওইদিনই আইসিসির হাতে ঐতিহাসিক গদ্দাফি স্টেডিয়াম তুলে দেবে পাক ক্রিকেট বোর্ড। সরকারি তরফে আজ একথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত পরশু পাকিস্তানের বিখ্যাত ইংরেজি দৈনিক ‘দ্য ডনে’ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে প্রতিবেদক জানান, পাকিস্তানের একাধিক স্টেডিয়াম সারাই-ঝালাই ও নির্মাণের কাজ এখনও বিশ বাঁও জলে। ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান-নিউজিল্যান্ড। তার আগে কোনওমতে স্টেডিয়ামগুলির কাজ শেষ হওয়া সম্ভব নয়। যদি তা শেষ হয়, তাহলে ধরে নিতে হবে, অসাধ্য সাধন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই প্রতিবেদনের প্রেক্ষিতে মাথায় হাতে পড়ে আইসিসি’র। প্রাকশ্যে বিরক্তি প্রকাশ করেন আইসিসির সিইও জিওফ অ্যালাডাইস। সংবাদপত্রে প্রকাশিত ছবি দেখে তাঁর দুর্ভাবনা আরও জটিল রূপ ধারণ করে।
যদিও আজ সমস্ত আশঙ্কা নস্যাৎ করেছে পিসিবি। তাদের দাবি, লাহোরের গদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল স্টেডিয়াম তৈরির কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার কথা। তারপরেই তিনটি স্টেডিয়ামের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতে পারে আইসিসি। উল্লেখ্য, এর এক সপ্তাহ বাদে, ১৯ ফেব্রুয়ারি থেকে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাতে অংশ নেবে ৮টি দল।
পাক ক্রিকেট বোর্ডের দাবি, সাংবাদিকদের ক্যামেরায় যে হতশ্রী চেহারার স্টেডিয়াম ধরা পড়েছে, তা আসলে কাজশেষের ছবি। শেষ মুহূর্তে কিছু অবশেষ ঝাড়াই, পরিষ্কার করতে হবে। তা সম্পন্ন হলেই স্টেডিয়ামের আসল চেহারা ফুটে উঠবে। রাতের ফ্লাডলাইটে অন্য রূপে সেজে উঠবে গদ্দাফি স্টেডিয়াম। সেখানে খেলা দেখতে আসা সমর্থকেরা একরাশ আনন্দ ও উদ্দীপনা নিয়ে বাড়ি ফিরে যাবেন। আশাবাদী পাকি ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা।