টিম ইন্ডিয়ার স্পিনার শক্তি
শেষ আপডেট: 14th February 2025 11:10
দ্য ওয়াল ব্যুরো: ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। সেদিনই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জার্নি শুরু ভারতের। বাকি দলগুলির থেকে টিম ইন্ডিয়ার গল্পটা আলাদা, কারণ রোহিতরা করাচি কিংবা রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে নয়, খেলতে নামবেন দুবাইয়ের ময়দানে। ঐতিহাসিকভাবে এই সমস্ত পিচে ভালমতো ঘাস দেখা যায়। অর্থাৎ, পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন।
একথা জানার পরেও কেন বাছাই পনেরোর দলে পাঁচজন স্পিনার জায়গা করে নিল, তাই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি এবং মহম্মদ শামির চোট একটা কারণ হতে পারে। কিন্তু এটাই কি একমাত্র কারণ?
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই সিদ্ধান্তের পেছনে কোচ গৌতম গম্ভীরের বড় হাত রয়েছে। গৌতম বরাবর প্রকাশ্যে, সাংবাদিক সম্মেলনে ‘অলরাউন্ডারপ্রীতি’র পরিচয় দিয়েছেন। দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর পক্ষপাতী তিনি। আজ বলে নয়। কোচ হিসেবে যাত্রাশুরুর পর থেকেই দলে ব্যাটিং ও বোলিংয়ের তালমিল বজায় রাখতে চেয়েছেন। টেলএন্ডার মানে স্রেফ বল করেবে—এই তত্ত্বে বিশ্বাসী নন ‘গুরু’ গম্ভীর। তাই অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার পাশাপাশি ওয়াশিংটন সুন্দরকে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
আরেকটি কারণ, যেটা হাওয়ায় ভাসছে, তা হচ্ছে দুবাইয়ের পিচের বদলে যাওয়া চরিত্র। ‘পেসার-বান্ধব’ বলে একটা পরিচয় থাকলেও, ইদানীং সময়ে দুবাইয়ের ময়দান তার বৈশিষ্ট্য বদলেছে। সদ্যসমাপ্ত ইন্টান্যাশনাল টি-২০ সিরিজ বা ‘আইএলটি-২০ লিগ’ শেষ হওয়ার পর এই পরিবর্তন আরও প্রকটভাবে সামনে এসেছে। একের পর এক ম্যাচ, দীর্ঘমেয়াদি টুর্নামেন্ট বাইশ গজে চাপ ফেলেছে। মাটি হয়ে এসেছে নরম ও নমনীয়। যা সিমারদের বদলে স্পিনারদের সাহায্য করতে পারে। আর এই দৃশ্য আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মত বিশেষজ্ঞদের।
এই কথা মাথায় রেখেই দুজন ফিঙ্গার-স্পিনার, যারা ব্যাট হাতেও স্বচ্ছন্দ এবং বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের মধ্যে যে কোনও একজনকে বেছে নিয়ে মাঠে নামতে পারে ভারত। বরুণ ও কুলদীপ—কার ভাগ্যে শিকে ছিঁড়বে, পিচের অবস্থা দেখে এর সিদ্ধান্ত নেওয়া হবে। বাইশ গজে যদি প্রচুর রান ওঠার সম্ভাবনা থাকে, তাহলে বরুণেই আস্থা রাখবে ম্যানেজমেন্ট। কারণ টিম ইন্ডিয়ার এই রহস্য স্পিনারের ঝুলিতে বেশিরভাগ উইকেটই এসেছে যখন প্রতিপক্ষ ব্যাটসম্যান আক্রমণাত্মক শট খেলতে চেয়েছে। অন্যদিকে কুলদীপের হাওয়ায় ভাসানো টপ স্পিন প্রতিপক্ষ ব্যাটারকে ফলস শট খেলে উইকেট খুইয়ে আসতে বাধ্য করেছে। তাই দুজন অলরাউন্ডার স্পিনারের পাশাপাশি তৃতীয় কোন স্পিনার খেলবেন, সেদিকে তামাম ক্রিকেট ভক্তের নজর থাকবে।
স্পিনারদের এত গুরুত্ব দেওয়ার পেছনে আরেকটি তত্ত্ব তুলে আনছেন কেউ কেউ। জসপ্রীত বুমরাহর অনুপস্থিতে ভারতের বোলিং অ্যাটাক দুর্বল হয়ে পড়েছে। অভিজ্ঞতার অভাব দেখা দিচ্ছে। হর্ষিত রানা কিংবা অর্শদীপ সিংয়ের কেউই আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে গা ঘামাননি। ফলে সেই অভাব মেটাতেই কি কোচ গম্ভীর স্পিনারদের কাঁধে বাড়তি দায়িত্ব তুলে দিতে চাইছেন? এমন সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।