জাদেজা-উইলিয়ামসন
শেষ আপডেট: 9th March 2025 12:01
দ্য ওয়াল ব্যুরো: আজ দুবাইয়ের ময়দানে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড। দলগত দৃষ্টিকোণ থেকে এই দ্বৈরথ তো মুখরোচক হতেই চলেছে। তবে বেশ কিছু ব্যক্তিগত লড়াইয়ের দিকেও নজর থাকবে তামাম ক্রিকেট অনুরাগীর। তার মধ্যে কেন উইলিয়ামসন বনাম রবীন্দ্র জাদেজার টক্করকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন অশ্বিন। কিউয়ি ব্যাটসম্যান কোন কায়দায় জাড্ডুকে খেলেছেন এবং খেলতে পারেন তার কৌশলও সদ্যপ্রাক্তন স্পিনার ফাঁস করেছেন। অশ্বিনের দাবি, বেশ কয়েকবার জাদেজা উইলিয়ামসনকে বিড়ম্বনায় ফেলেছেন। ফলে কিউয়ি ব্যাটারের স্বাভাবিক প্রবণতাই হচ্ছে, লেগ স্ট্যাপের দিকে সরে আসা। তারপর বোলারের মাথা কিংবা এক্সস্ট্রা কভারের উপর দিয়ে চিপ শট খেলা।
পাশাপাশি কিউয়ি ব্যাটার ব্যাকফুটে কাট শট খেলতে পারেন বলেও অনুমান অশ্বিনের। এত টুকরো টুকরো অথচ গুরুত্বপূর্ণ কারণের জেরে কেন উইলিয়ামসন ও জাদেজার লড়াইকে ‘টম অ্যান্ড জেরি’র সঙ্গেও তুলনা করেছেন তিনি। আর দিনের শেষে সবকিছু ছাপিয়ে এই দ্বৈরথই গোটা মাচের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে বলে মত অশ্বিনের।
উইলিয়ামসনের ভাঁড়ারে অস্ত্র থাকলেও জাদেজাও পিছিয়ে নেই। টিম ইন্ডিয়ার স্পিনারের ডেলিভারির গতি বাকি স্পিনারদের চেয়ে বেশি। যে কারণে তাঁকে মোকাবিলা করা কিছুটা অসুবিধার। স্লগ সুইপ তাও খেলা যেতে পারে, কিন্তু সাবেকি সুইপ শট খেলা একেবারেই অসম্ভব। বিশ্লেষণ অশ্বিনের।
পাশাপাশি তিনি যোগ করেছেন, ‘উইলিয়ামসনের বিরুদ্ধে জাদেজার অ্যাডেভান্টেজ হচ্ছে, ও কখনও কিউয়ি ব্যাটসম্যানকে ধীরগতিতে বল করে না। পাশাপাশি টার্নকেও কাজে লাগায়। এর কারণ তিনটে: এক, খুব ভাল বল রিলিজ, দুই, হাই রিলিজ পয়েন্ট এবং তিন, ঘূর্ণিকে প্রয়োগ করা।
একদিকে যখন বরুণ চক্রবর্তীকে নিয়ে বাড়তি হোমওয়ার্ক সেরে নিয়েছে নিউজিল্যান্ড শিবির, তখন অশ্বিনের অনুমান ঠিক হলে, ম্যাচের অভিমুখ বদলে দিতে পারে দু’দলের দুই তারকা ক্রিকেটারের আড়ালে থাকা দ্বৈরথ। দুপুর আড়াইটা থেকে টিভির পর্দায় সেদিকেও নজর থাকবে দর্শকদের।