শেষ আপডেট: 11th March 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ভারতীয় ক্রিকেট দল জয় করেছে। ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাস্ত করে। আর সেইসঙ্গে কায়েম করেছে এক নয়া ইতিহাস। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করার পর ভারতীয় ক্রিকেটারদের সাদা রংয়ের ব্লেজার পরিয়ে দেওয়া হয়। কিন্তু, কেন চ্যাম্পিয়ন্স ট্রফির 'চ্যাম্পিয়ন'দের পরানো হয় সাদা ব্লেজার? অনেকেই ইতিমধ্যে এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। আসলে বিজয়ী দলকে এই সাদা রংয়ের ব্লেজার মেমেন্টো হিসেবে দেওয়া হয়ে থাকে। প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে শুরু হয়েছিল।
কিন্তু, সেইসময় বিজয়ী দলের ক্রিকেটাররা সাদা রংয়ের ব্লেজার পেতেন না। ২০০৯ সাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের ক্রিকেটারদের সাদা রংয়ের ব্লেজার পরানো শুরু হয়েছে। পাশাপাশি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম জানিয়েছিলেন, এই ব্লেজার আসলে মহত্বের প্রতীক।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া দুর্ধর্ষ পারফরম্যান্স করেছে। গোটা টুর্নামেন্ট জুড়ে তারা একটাও ম্যাচ হারেনি। ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ভারত ৪ উইকেটে জয়লাভ করে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ৭৬ রানে একটা দুর্দান্ত ইনিংস উপহার দেন। রোহিতের এই ইনিংসই টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। রোহিতের এই ইনিংসে ৭ চার এবং ৩ ছক্কা ছিল। এই দুরন্ত ইনিংসের কারণে ম্যাচ সেরার খেতাবও তাঁর হাতেই তুলে দেওয়া হয়।
ম্যাচের পর রোহিত শর্মা বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পেরে খুব ভাল লাগছে। গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছি। এই ফলাফল অর্জন করতে পেরে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমি সাধারণত এতটা আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করি না। কিন্তু, এই ম্যাচে আমি সেটাই করতে চাইছিলাম। তবে আমার পিছনে গোটা দল এবং ম্যানেজমেন্টের যথেষ্ট সাপোর্ট ছিল।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আগেই রাহুল ভাইয়ের সঙ্গে আমি এই ব্যাপারে আলোচনা করেছি। এখন গৌতি ভাইয়ের সঙ্গেও করি। এমন একটা ইনিংস আমি খেলতে চাইছিলাম। এত বছর ধরে আমি বিভিন্ন স্টাইলে ক্রিকেট খেলেছি। অবশেষে সেই ফলাফল আমরা পাচ্ছি। প্রথম ৫-৬ ওভারে আমাকে কী করতে হবে, সেই ব্যাপারে যথেষ্ট নিশ্চিত ছিলাম। আগে হয়ত এমন ব্যাটিং করতে গিয়ে আউট হয়েছি, তবে কেমন পারফরম্যান্স করছি সেটাই আসল কথা। এই দলের ব্যাটিং গভীরতার কারণে আমি হাত খুলে খেলতে পেরেছি। আট নম্বরে জাদেজা ব্যাট করতে নামে। এটাই আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আমি কী করব, সেটা আমার মাথার মধ্যে স্পষ্ট ছিল। সেই পরিকল্পনা অনুসারে ব্যাট করেছি।'