শেষ আপডেট: 5th February 2025 14:47
দ্য ওয়াল ব্যুরো : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ধাক্কা খেতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অন্তত এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, চোটের কারণে দলের নিয়মিত অধিনায়ক প্যাাট কামিন্স হয়ত এই টুর্নামেন্টে খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি প্যাট কামিন্স ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একান্তই না খেলতে পারেন, তাহলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন কে? আপাতত ২ ক্রিকেটারের নাম এই তালিকায় উঠে এসেছে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আপাতত হাতে রয়েছে ২ সপ্তাহ সময়। ইতিমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, 'এই টুর্নামেন্টে প্যাট কামিন্সের খেলা কার্যত অসম্ভব। সেকারণে দলের একজন নতুন অধিনায়ক দরকার।' আসলে বর্ডার-গাভাসকার ট্রফি খেলার সময় চোট পেয়েছিলেন প্যাট কামিন্স। এই তিনি সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। এমনকী, এখনও পর্যন্ত শুরু করেননি বোলিং অনুশীলনও।
আশা করা হচ্ছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের মধ্যে কোনও একজনের হাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে। শ্রীলঙ্কা সফরে কামিন্সের অনুপস্থিতিতে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া স্মিথের কাছে ক্যাপ্টেন্সির যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে। সেকারণে অনেকেই মনে করছেন প্যাট কামিন্স যদি একান্তই না খেলতে পারেন, তাহলে স্টিভ স্মিথকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে।
স্মিথের অধিনায়কত্বে প্রথম টেস্ট ম্য়াচে ইতিমধ্যে টিম শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অভিযান শুরু হবে। প্রথম ম্য়াচটা অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের বিরুদ্ধে গদ্দাফি স্টেডিয়ামে খেলতে হবে। আশা করা হচ্ছে, শীঘ্রই অস্ট্রেলিয়া ক্রিকেট দল নয়া অধিনায়কের নাম ঘোষণা করবে।