শেষ আপডেট: 18th February 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট বিশ্বে আপাতত একটাই নাম ঘুরপাক খাচ্ছে। সেটা হল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। উদ্বোধনের একদিন পরেই খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামবে ভারত। এরপর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার দল। এই ম্য়াচটাও দুবাইয়ে আয়োজন করা হবে। উল্লেখ্য, ৮ বছর আগে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু, পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন চুরমার হয়ে যায়। সেই হারের প্রতিশোধ এবার নিতে চাইবে ভারত। পাশাপাশি, খেতাবও নিজেদের হাতে তুলতে চাইবে।
টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ২ বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে। ২০০২ সালে ভারতের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার সঙ্গে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্ট জয় করেছিল। এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে ভারত আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করে। তবে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া তৃতীয়বার এই খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামতে চায়। এই নিয়ে ভারতীয় ক্রিকেট দল অষ্টমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে। কিন্তু, এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ এমন একটি রেকর্ড কায়েম করেছিলেন যা গত ২৩ বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে। ২০০২ সালে নজফগড়ের নবাব চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন একটি কৃতিত্ব কায়েম করেছিলেন, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি।
২০০২ সালে আয়োজিত আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কলম্বোয় ১০৪ বলে ১২৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। এই ১২৬ রানের মধ্যে ৯০ রান তো শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছিল। তিনি ২১ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছিলেন। আর এভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একটি ম্য়াচে বাউন্ডারির দৌলতে তিনি সর্বাধিক রানের রেকর্ড কায়েম করেছিলেন। আর এই রেকর্ডটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এবার এটাই দেখার যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেহওয়াগের এই মহারেকর্ড কেউ ভাঙতে পারেন কি না।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।