শেষ আপডেট: 17th February 2025 21:12
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড চরম বিতর্কের মুখে পড়েছে। সম্প্রতি করাচি স্টেডিয়ামের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। কিন্তু, এই ভিডিওয় ভারতের তেরঙা দেখতে পাওয়া যায়নি। ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দলগুলো অংশগ্রহণ করছে, তাদের পতাকা অবশ্য দেখতে পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্য়ে প্রচন্ড জলঘোলা শুরু হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে।
বিতর্কের ঝড় উঠতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনওক্রমে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে। তাদের দাবি, স্টেডিয়ামে শুধুমাত্র সেইসকল দেশের পতাকাই লাগানো হয়েছে, যারা পাকিস্তানে ম্য়াচ খেলতে আসবে। সংবাদমাধ্যম IANS-কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, 'আপনারা ভাল করেই জানেন যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে আসছে না ভারতীয় ক্রিকেট দল। এই পরিস্থিতিতে করাচি ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এবং লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে শুধুমাত্র সেইসকল দেশের পতাকাই লাগানো হয়েছে, যারা পাকিস্তানের মাটিতে খেলতে আসছে।'
সূত্র মারফৎ আরও জানানো হয়েছে, 'আমি মনে করি না, এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক বয়ান দেওয়ার প্রয়োজন রয়েছে। এটা স্পষ্ট যে শুধুমাত্র বিতর্কের কারণেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংবাদমাধ্যমের একটি অংশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি খারাপ করতে চায়।' সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত বনাম পাকিস্তান ম্যাচ আগামী ২৩ ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে। এই ম্যাচের কারণে উত্তেজনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে। আর সেকারণেই এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট চোখের নিমেষে শেষ হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, টিম ইন্ডিয়া অবশ্য পাকিস্তানে খেলতে যাচ্ছে না। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, রোহিত শর্মাদের কোনও পরিস্থিতিতে পাকিস্তানে পাঠানো সম্ভব নয়। অবশেষে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে খেলবে।