শেষ আপডেট: 18th February 2025 13:17
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে ২৯ বছর পর কোনও আইসিসি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। ১৯৯৬ সালে আইসিসি বিশ্বকাপের পর এই প্রথমবার পাকিস্তানের মাটিতে আবারও কোনও টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে গোটা পাকিস্তান জুড়ে আপাতত উৎসবের আবহ তৈরি হয়েছে।
যদিও টিম ইন্ডিয়া অবশ্য পাকিস্তানে খেলতে যাচ্ছে না। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, রোহিত শর্মাদের কোনও পরিস্থিতিতে পাকিস্তানে পাঠানো সম্ভব নয়। অবশেষে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে খেলবে।
ভারত বনাম পাকিস্তান ম্যাচ আগামী ২৩ ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে। এই ম্যাচের কারণে উত্তেজনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে। আর সেকারণেই এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট চোখের নিমেষে শেষ হয়ে গিয়েছে।
ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই খবরটা ভারত বনাম পাকিস্তান ম্যাচ সংক্রান্ত। আসলে, পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ PCB সভাপতি মহসিন নাকভি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সাধারণ দর্শকদের মধ্যে বসেই ভারতের বিরুদ্ধে ম্যাচটি উপভোগ করবেন। এর পিছনে আসল কারণ হল বোর্ডের আর্থিক দুরাবস্থা। আসলে, মহসিন নাকভি ৩০ আসন বিশিষ্ট VIP হসপিটালিটি বক্সে নিজের টিকিটটা বিক্রি করে দিয়েছেন। এই টিকিটের দাম হল ৪ লাখ দিরহাম। ভারতীয় মুদ্রায় ৯৪ লাখ টাকা।
জানা গিয়েছে, পিসিবি-র অর্থ ভাণ্ডারে ঘাটতির কারণেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পাকিস্তান সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, নাকভি এবং তাঁর পরিবারকে দুবাইয়ে VIP বক্সের টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু, সেই টিকিট বিক্রি করে তিনি সাধারণ দর্শকদের মধ্যে বসে খেলা দেখার সিদ্ধান্ত গ্রহণ করেন।
আইসিসি এবং আমিরাত ক্রিকেট বোর্ডকে নাকভি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি সাধারণ দর্শকদের মধ্যে বসেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ উপভোগ করতে চান। এতে পাকিস্তান ক্রিকেট দলের আত্মবিশ্বাস বাড়বে। সঙ্গে পিসিবি সভাপতি আরও যোগ করেন, এই টাকা দিয়ে তিনি করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পুনর্নবীকরণের কাছে খরচ করবেন।