শেষ আপডেট: 5th February 2025 11:47
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে। আইসিসি-র এই মেগা টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ২ সপ্তাহ সময় বাকি। কিন্তু, ভারতীয় পেসারদের ফিটনেস নিয়ে ইতিমধ্যে নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। জসপ্রীত বুমরাহ আদৌ এই টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, তা নিশ্চিতভাবে কেউ জানে না। আর মহম্মদ সামি এখনও পর্যন্ত সেই পুরনো ছন্দে ফিরতে পারেননি। আর এই চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া মনে করছেন, টিম ইন্ডিয়ার স্কোয়াডে নতুন পেসার যোগ করতে হবে। কারণ বুমরাহের প্রত্য়াবর্তনের ব্যাপারে কোনও আশার আলো তিনি দেখতে পাচ্ছেন না।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, 'বুমরাহের ফিটনেস নিয়ে আমি অন্তত কোনও আশার আলো দেখতে পাচ্ছি না। তবে লোকের কথা শুনে আমি বিশ্বাস করতে রাজি নই। কী শুনেছি, সেটাও বলব না।'
প্রসঙ্গত, ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফির পঞ্চম টেস্ট ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, চিকিৎসকরা নাকি বুমরাহকে পাঁচ সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে, মহম্মদ সামি আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করলেও, তিনি আগেকার ফর্মের ধারে-কাছেও নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে তিনি কামব্যাক করেন। কিন্তু, প্রথম ম্যাচে তিনি কোনও উইকেট শিকার করতে পারেননি। তিন ওভারে ২৫ রান খরচ করেছিলেন। যদিও পঞ্চম টি-২০ ম্যাচে তিনি তিনটে উইকেট শিকার করেন। তবে ২.৩ ওভারে তিনি ৩৫ রান লুটিয়ে এসেছিলেন।
মহম্মদ সামিকে নিয়েও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করলেন আকাশ চোপড়া।
আকাশ চোপড়ার কথায়, 'চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে এমন ৪ ফাস্ট বোলার দরকার, যাঁরা অন্তত ১০০ শতাংশ ফিট হবেন। কারণ মহম্মদ সামিকে আমরা যতদুর দেখলাম, তাতে ও গত ম্যাচে হয়ত তিনটে উইকেট শিকার করেছে। কিন্তু, এখনও পর্যন্ত রেডি হতে পারেনি।'
উল্লেখ্য, ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে মোট তিন পেসার রেখেছে। তাঁরা হলেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি এবং আর্শদীপ সিং। এছাড়া স্কোয়াডে চারজন স্পিন বোলার রয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, জসপ্রীত বুমরাহ আপাতত দুর্দান্ত ফর্মে ছিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৫ ম্যাচের টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। এই সিরিজে বুমরাহ টানা ৫ ম্যাচেই খেলেছিলেন। আশঙ্কা করা হচ্ছে, অত্যাধিক ওয়ার্কলোডের কারণেই তিনি চোট পেয়েছেন। এই সিরিজে তিনি মোট ১৫১.২ ওভার বল করেছেন। এটা অবশ্যই একটা বড়সড় মাইলফলক। এই সিরিজে তিনি মোট ৩২ উইকেট শিকার করেন। তবে বিসিসিআই-এর একটি সূত্র দৈনিক ভাস্করকে জানিয়েছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের ক্রিকেট সিরিজে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন না। পাশাপাশি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদি বুমরাহ একান্তই না খেলতে পারেন, তাহলে সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে বড়সড় ধাক্কা হতে চলেছে।