শেষ আপডেট: 18th February 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। গোটা ক্রিকেট বিশ্ব আপাতত এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছে। ২০১৭ সালে শেষবার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। দীর্ঘ ৮ বছর পর আবারও এই টুর্নামেন্ট কামব্যাক করেছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামবে। এই ম্য়াচটি আগামী ২০ ফেব্রুয়ারি আয়োজন করা হবে। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে মহাসংগ্রামের আয়োজন করা হয়েছে। অবশেষে ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিগ পর্যায়ের শেষ ম্য়াচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে।
ভারত এবং বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত মোট ৪১ ওয়ানডে ম্য়াচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ৩২ ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করেছে। আর বাংলাদেশ জিতেছে মাত্র আটটি ম্য়াচ। একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী ২০ তারিখ রোহিত শর্মার দল যে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারত এবং বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত একটাই মাত্র ম্যাচের আয়োজন করা হয়েছে। সেটা ছিল ২০১৭ সালের সেমিফাইনাল ম্য়াচ। সেই ম্য়াচে রোহিত শর্মার শতরানের দৌলতে টিম ইন্ডিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছিল।
এই ম্য়াচে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ২৬৪ রান করেছিল। এরপর টিম ইন্ডিয়ার হয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান ধামাকাদার ব্যাট করেন। ১২৩ রান করেন রোহিত শর্মা, বিরাট করেছিলেন ৯৬ রকান। এই ব্যাটিংয়ের দৌলতেই টিম ইন্ডিয়া ম্যাচটা জিততে পেরেছিল।
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।