শেষ আপডেট: 7th March 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে দুই দলের প্রস্তুতি একেবারে তুঙ্গে। দুই দেশের সমর্থকরাও আপাতত এই ফাইনাল ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ফাইনাল ম্যাচের যাবতীয় টিকিট মাত্র ৪০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে প্রায় ২৫,০০০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত ফাইনাল ম্যাচের জন্য গোটা স্টেডিয়াম ভর্তি হয়ে গিয়েছে। স্টেডিয়ামে ২৫ হাজার আসনের টিকিট চোখের নিমেষেই ফুরিয়ে গিয়েছে।
এই বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করার জন্য দুই দেশের সমর্থকরা কার্যত জলের মতো টাকা খরচ করেছেন। এই ম্যাচে টিকিটের সর্বাধিক যে দাম ধার্য্য করা হয়েছিল, তা দিয়ে আপনি অনায়াসে একটি চার চাকা গাড়িও কিনে ফেলতে পারবেন। অনেকের কাছে আবার এই টাকাটাই সারা জীবনের সঞ্চয়। এই ম্যাচের জন্য সমর্থকরা কত টাকা দিয়ে টিকিট কেটেছেন? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের টিকিট মোটামুটি ৬,০০০ টাকা থেকে শুরু হচ্ছে। আর এই টিকিট সর্বাধিক দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৮৩ হাজার ৮৭১ টাকায়। এই টিকিট কাটলে আপনাকে হসপিটালিটি বক্সে বসে ম্যাচ দেখার যাবতীয় সুযোগ সুবিধে দেওয়া হবে। মজার ব্যাপার, এই টিকিটও ইতিমধ্যে নিঃশেষ হয়ে গিয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। আর ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় অনুসারে বেলা একটায় এবং ভারতীয় সময় অনুসারে দুপুর আড়াইটে থেকে শুরু হবে। ভারত এই নিয়ে তৃতীয়বার এবং নিউজিল্যান্ড দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে মাঠে নামবে। আশা করা হচ্ছে, দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।