শেষ আপডেট: 24 February 2024 14:43
দ্য ওয়াল ব্যুরো: এর আগে এমনভাবে ভারত প্রীতি দেখাননি কোনও ক্রিকেটার। মুরলীধরন ভারতীয় মহিলাকে বিয়ে করেছিলেন। এমনকী গ্লেন ম্যাক্সওয়েলও চেন্নাইয়ের মেয়েকে বিয়ে করেছিলেন। ম্যাথু হেডেনের ভারত প্রীতিও সর্বজনবিদিত।
এরকম একটা অবস্থার মধ্যে মহিলাদের আইপিএলে অভিনব ঘটনা ঘটালেন ইউপি ওয়ারিয়র্সের এক বিদেশি তারকা চামিরা আতাপুত্তু। যিনি আবার শ্রীলঙ্কা দলের অধিনায়িকাও।
বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেছিল দিল্লি ও মুম্বই। সেই ম্যাচটি ড্রেসিংরুমে বসে টিভিতে দেখছিলেন ওই শ্রীলঙ্কান তারকা। ম্যাচ শুরুর আগে নিয়ম মতোই ভারতের জাতীয় সঙ্গীত বাজছিল। ভারতের মহিলা দলের সদস্যরা সবাই বিড়বিড় করে গলা মেলাচ্ছিলেন।
View this post on Instagram
দেখা যায়, টিভিতে ম্যাচটি দেখার জন্য বসেছিলেন ইউপি দলের বিদেশি চামারিও। তিনিও ভারতের জাতীয় সঙ্গীতের সময় গলা মেলাচ্ছিলেন। সেই ভিডিও আবার ভাইরাল হয়ে গিয়েছে।
এই ঘটনায় আপ্লুত ভারতের বাকি ক্রিকেটাররা। এমনকি সোশ্যাল মাধ্যমেও সবাই শ্রীলঙ্কার দলনেত্রীর প্রশংসা করেছেন। তিনি যে এখানে খেলতে আসার আগে জনগণমন ভাল করে শিখে এসেছিলেন, সেটিও ভাল বোঝা যাচ্ছে।
চামারিকে প্রথমে মহিলাদের লিগের নিলামে কেউ নিতে চায়নি, তারপর লরেন বেল ছিটকে যাওয়ায় উত্তরপ্রদেশ দল তাঁকে নিয়েছে।