নীতিন গুপ্তা
শেষ আপডেট: 16th April 2025 18:43
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে অনেকবারই দেখা গিয়েছে, ফিল্ডার ক্যাচ ধরেই অতি উৎসাহে সেলিব্রেশন করতে গিয়ে বল মাটিতে ফেলে দিয়ে ব্যাটারকে জীবন উপহার দিয়েছেন। আবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে (Track and Field) অল্পের জন্য অলিম্পিক্স (Olympics) পদক হারিয়েছিলেন মিলখা সিং। প্রায় ভিকট্রি ল্যাপে পৌঁছে তিনি পিছনে তাকিয়েছিলেন প্রতিপক্ষদের অবস্থান বোঝার জন্য। তৃতীয় হওয়া নিশ্চিত ছিল, শেষে চতুর্থ হলেন ‘উড়ন্ত শিখ’। এবার ফের সেই ছায়া ভারতীয় অ্যাথলেটিক্সে (Indian Athletics)।
অকাল সেলিব্রেশনের কারণে ভারতীয় ক্রীড়াবিদ নীতিন গুপ্তা (Nitin Gupta) এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Under-18 Athletics Championship) সোনা (Gold) থেকে বঞ্চিত হলেন। ছেলেদের ৫০০০ মিটার রেসওয়াকিংয়ে (Racewalking) সোনা জিতেছেন চিনের ঝু নিংহাও, যিনি নীতিনকে ০.০১ সেকেন্ডের ব্যবধানে হারিয়েছেন।
উত্তর প্রদেশের বাসিন্দা নীতিন গুপ্তাকে সৌদি আরবে (Saudi Arab) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল। ছেলেদের ৫০০০ মিটার রেসওয়াক ফাইনালের চূড়ান্ত পর্যায়ে নীতিন এগিয়ে ছিলেন, তবে শেষ রেখা অতিক্রম করার আগেই তিনি উদযাপনে মেতে ওঠেন। এই ক্ষণিকের ভুলের কারণে ঝু নিংহাও নীতিনকে ছাড়িয়ে সোনা জিতে নেন। ঝু সময় নেন ২০:২১.৫০ সেকেন্ড, যেখানে নীতিন নিয়েছেন ২০:২১.৫১ সেকেন্ড। চলতি এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ এটি-ই ভারতের প্রথম পদক।
১৭ বছর বয়সি নীতিনের ৫০০০ মিটার রেসওয়াকিং ইভেন্টে ব্যক্তিগত সেরা সময় ১৯:২৪.৪৮ সেকেন্ড, যা ২০২৫ সালের মার্চ মাসে পাটনায় অনুষ্ঠিত জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে করেছিলেন তিনি। পাশাপাশি অনূর্ধ্ব-১৮ জাতীয় রেকর্ড নীতিনের পকেটেই রয়েছে এবং তিনিই প্রথম ভারতীয় হিসাবে ৫০০০ মিটার রেসওয়াকিংয়ে সাব-২০ টাইমিং পরিচালনা করেছেন।
সৌদিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অন্যান্য ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে, আরতি ১১.৮৫ সেকেন্ডের ব্যক্তিগত সেরা সময় নিয়ে মেয়েদের ১০০ মিটার হিটে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং সামগ্রিকভাবে দ্বিতীয় দ্রুততম সময়ের সঙ্গে ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। এই বিভাগে সেরা সময় করেছেন চিনের ঝাং কিয়ান (১১.৭৫ সেকেন্ড)।
ভারতের এডউইনা জেসনও মেয়েদের ৪০০ মিটার হিটে ৫৬.৯৬ সেকেন্ড সময় নিয়ে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জনের পর পদকের দৌড়ে রয়েছেন।