Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সদ্যোজাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, ১২ ঘণ্টার পর কবর দেওয়ার ঠিক আগেই কেঁদে উঠল শিশুকেরলে কংগ্রেস জিতলে শশী তারুর ‘বেশি পছন্দের’ মুখ্যমন্ত্রী? বলছে সমীক্ষানবান্নে মমতা-ওমর বৈঠক, কাশ্মীরকে ঘিরে ‘ভালবাসা আর নিরাপত্তার’ বার্তা, দুর্গাপুজোয় আমন্ত্রণমতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবা

কাফ মাসলে টান, কোয়ার্টারে অনিশ্চিত জোড়া গোলের নায়ক কাভানি

দ্য ওয়াল ব্যুরো: পর্তুগালের বনাম উরুগুয়ে ম্যাচে তখন ৭৪ মিনিট হয়েছে। তাঁর করা জোড়া গোলেই দল এগোচ্ছে জয়ের দিকে। ঠিক সেই মুহূর্তেই চোট পেলেন কাভানি। ঠিক মতো হাঁটতেও পারছেন না। শেষ মেশ প্রতিপক্ষ রোনাল্ডোর কাঁধে হাত দিয়ে ডাগ আউটের পথে পা বাড়ালেন

কাফ মাসলে টান, কোয়ার্টারে অনিশ্চিত জোড়া গোলের নায়ক কাভানি

শেষ আপডেট: 1 July 2018 02:51

দ্য ওয়াল ব্যুরো: পর্তুগালের বনাম উরুগুয়ে ম্যাচে তখন ৭৪ মিনিট হয়েছে। তাঁর করা জোড়া গোলেই দল এগোচ্ছে জয়ের দিকে। ঠিক সেই মুহূর্তেই চোট পেলেন কাভানি। ঠিক মতো হাঁটতেও পারছেন না। শেষ মেশ প্রতিপক্ষ রোনাল্ডোর কাঁধে হাত দিয়ে ডাগ আউটের পথে পা বাড়ালেন কাভানি। উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ বলেছেন, পর্তুগালের বিপক্ষে ম্যাচে এডিনসন কাভানির খুঁড়িয়ে মাঠ ছাড়ার দৃশ্য তাঁকে "দুশ্চিন্তায় ফেলেছে"। কাভানি উরুর মাংসপেশীতে চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পর্তুগালের বিপক্ষে দু'টি গোলই করেন ৩১ বছর বয়সী কাভানি। তাঁর দুই গোলে পর্তুগালকে ২-১এ হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে উরুগুয়ে। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় খুঁড়িয়ে মাঠ ছাড়েন পিএসজি'তে খেলা এই ফরোয়ার্ড। শুক্রবার ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে উরুগুয়ে। সাংবাদিক সম্মেলনে এসে তাবারেজ বলেন, "আমাদের হাতে খুব বেশী সময় নেই। এই মুহুর্তে আমরা শুধু দুশ্চিন্তাই করতে পারি, চোট কতটা মারাত্মক তা এখনো আমরা জানি না।" কাভানি বলেছেন, "আমি আশা করছি চোটটা সামান্য কিছুই হবে। একটা পর্যায়ে আমি সামান্য ব্যথা অনুভব করি যার ফলে খেলা চালিয়ে যেতে পারিনি। তবে আমি আশা করবো সুস্থ থাকার। পরের ম্যাচে মাঠে খেলতে নামার জন্য যা করতে হয় আমি তাই করবো।" চলতি বিশ্বকাপে সুয়ারেজ-কাভানি জুটির উপর নির্ভর করেই ঘুঁটি সাজিয়েছেন অভিজ্ঞ কোচ অস্কার তাবারেজ। পর্তুগালের বিরুদ্ধেও দেখা গিয়েছে এই জুটির ম্যাজিক। তাই কাভানি খেলার ব্যাপারে আশাবাদী তিনি। কিন্তু চোটের কারণে কাভানি খেলতে না পারলে সেই পরিস্থিতি কীভাবে সামলান উরুগুয়ে কোচ, সেটাই দেখার।

ভিডিও স্টোরি