দ্য ওয়াল ব্যুরো: পর্তুগালের বনাম উরুগুয়ে ম্যাচে তখন ৭৪ মিনিট হয়েছে। তাঁর করা জোড়া গোলেই দল এগোচ্ছে জয়ের দিকে। ঠিক সেই মুহূর্তেই চোট পেলেন কাভানি। ঠিক মতো হাঁটতেও পারছেন না। শেষ মেশ প্রতিপক্ষ রোনাল্ডোর কাঁধে হাত দিয়ে ডাগ আউটের পথে পা বাড়ালেন কাভানি।
উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ বলেছেন, পর্তুগালের বিপক্ষে ম্যাচে এডিনসন কাভানির খুঁড়িয়ে মাঠ ছাড়ার দৃশ্য তাঁকে "দুশ্চিন্তায় ফেলেছে"। কাভানি উরুর মাংসপেশীতে চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পর্তুগালের বিপক্ষে দু'টি গোলই করেন ৩১ বছর বয়সী কাভানি। তাঁর দুই গোলে পর্তুগালকে ২-১এ হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে উরুগুয়ে। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় খুঁড়িয়ে মাঠ ছাড়েন পিএসজি'তে খেলা এই ফরোয়ার্ড।
শুক্রবার ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে উরুগুয়ে। সাংবাদিক সম্মেলনে এসে তাবারেজ বলেন, "আমাদের হাতে খুব বেশী সময় নেই। এই মুহুর্তে আমরা শুধু দুশ্চিন্তাই করতে পারি, চোট কতটা মারাত্মক তা এখনো আমরা জানি না।"
কাভানি বলেছেন, "আমি আশা করছি চোটটা সামান্য কিছুই হবে। একটা পর্যায়ে আমি সামান্য ব্যথা অনুভব করি যার ফলে খেলা চালিয়ে যেতে পারিনি। তবে আমি আশা করবো সুস্থ থাকার। পরের ম্যাচে মাঠে খেলতে নামার জন্য যা করতে হয় আমি তাই করবো।"
চলতি বিশ্বকাপে সুয়ারেজ-কাভানি জুটির উপর নির্ভর করেই ঘুঁটি সাজিয়েছেন অভিজ্ঞ কোচ অস্কার তাবারেজ। পর্তুগালের বিরুদ্ধেও দেখা গিয়েছে এই জুটির ম্যাজিক। তাই কাভানি খেলার ব্যাপারে আশাবাদী তিনি। কিন্তু চোটের কারণে কাভানি খেলতে না পারলে সেই পরিস্থিতি কীভাবে সামলান উরুগুয়ে কোচ, সেটাই দেখার।