শেষ আপডেট: 19 March 2024 14:21
দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকায় নামার আগে ব্রাজিল শিবিরে চোটের তালিকা দীর্ঘ হচ্ছে।
চলতি মাসেই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ব্রাজিলের। একটি ম্যাচ আগামী ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে। চারদিন পরে স্পেনের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে।
বড় দুই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তার রেশ। চোটের তালিকায় মোট ১৩ ফুটবলার। এর মধ্যে রয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও।
ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র এদিন জানিয়েছেন, চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরো। তাঁর বদলে ব্রাজিল দলে ডাক পেয়েছেন পর্তুগিজের ক্লাব পোর্তোর তারকা স্ট্রাইকার পেপে।
এর আগে চোটের কারণে ছিটকে গিয়েছেন গোলরক্ষক এডেরসন, অ্যালিসন বেকার। এছাড়া খেলতে পারবেন না স্ট্রাইকার গাব্রিয়েল মার্টিনেলি ও ডিফেন্ডার মার্কুইহোস।
ব্রাজিলে ফুটবলারের অভাব নেই। কথিত রয়েছে, ব্রাজিলে প্রতিদিন ফুটবলারের জন্ম হয়। কিন্তু গত কয়েকটি বিশ্বকাপে তারা সফল হতে পারছে না। কোপা আমেরিকাতেও তার রেশ দেখা গিয়েছে। প্রাক বিশ্বকাপ পর্বে ও এবারের কোপা আসরে খেলতে নামার আগে সাম্বা দেশে অশনিসংকেত।