শেষ আপডেট: 17th November 2021 16:32
দ্য ওয়াল ব্যুরো: ময়দানের বটতলায় আবারও ইতিউতি মানুষের ঘোরাঘুরি। হাতে দিন চারেক সময়, তার মধ্যেই ইডেনের (Eden) ম্যাচ নিয়ে প্রবল চাহিদা। বিরাট কোহলি, কেন উইলিয়ামসনের মতো ক্রাউডপুলাররা খেলছেন না, কিন্তু তাও মাঠে গিয়ে খেলা দেখতে চান অনেকেই। সেই হিসেবে ইডেনে রবিবার টি ২০ ম্যাচ নিয়ে আগ্রহ রয়েছে। দু’বছর পরে ইডেনে বসছে আন্তর্জাতিক ম্যাচের আসর। সেই জন্যই সাধারণ ক্রিকেট প্রেমীদের আকর্ষণ রয়েছে ম্যাচ ঘিরে। মাঠে প্রবেশ করতে পারবেন ৭০ শতাংশ দর্শক। তার মধ্যে ময়দানের ক্লাব ও ইউনিটগুলির কোটার টিকিট কমেনি। তারা নিজেদের কোটার সব টিকিট তুলেছে গত দু’দিন ধরে। ওই টিকিটগুলি কমপ্লিমেন্টারি। তারপর সদস্যদের টিকিট রয়েছে। গত সোমবার অনলাইনে কিছু টিকিট ছাড়া হয়েছিল, তাও শেষ হয়ে গিয়েছে। ইডেনের গেট থেকে টিকিট বিক্রয়ের সম্ভাবনা কমই বলা চলে। তার মধ্যে ক্লাব হাউসের টিকিট নিয়ে কথা বলতে নবান্ন গিয়েছিলেন সিএবি কর্তারা। ইডেনের বিসি রায় ক্লাব হাউসে মোট আসন সংখ্যা তিন হাজার, তার মধ্যে নয়শো টিকিট বাজারে ছাড়া হবে না, কারণ ৭০ শতাংশের বিধিনিষেধ রয়েছে। এই অল্পসংখ্যক টিকিটের মধ্যে রাজ্য সরকারের নেতা-মন্ত্রীরা নেবেন। পুলিশের আধিকারিকরা নেবেন, আবার টিভি কোম্পানি ও বিজ্ঞাপনদাতাদের লোকজন রয়েছেন। যে কারণে সমস্যায় পড়েছেন সিএবি কর্তারা। তাঁরা চান অন্তত ক্লাব হাউসের লোয়ার ও আপার টায়ারের ক্ষেত্রে এই ৭০ শতাংশের নিয়ম তুলে দেওয়ার জন্য। নবান্ন সূত্রে জানানো হয়েছে, তারা এই বিষয়টি শুক্রবারের মধ্যে জানিয়ে দেবে। সেদিনই রাতে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা শহরে আসবেন।