জস বাটলার
শেষ আপডেট: 26th February 2025 19:13
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান (Pakistan)—আয়োজক দেশ। ভারত (India)—হোম অ্যাডভান্টেজ।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিকে (Champions Trophy) ঘিরে এমনতর নানাবিধ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। চোট পেয়ে বাড়িতে বসা অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স থেকে ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় নাসির হুসেন—সকলেই একযোগে অভিযোগ তুলেছেন, দুবাইয়ে খেলার সুবাদে অন্যায্য সুবিধা পেয়ে চলেছেন বিরাট কোহলিরা।
এবার সেই সুরে সুর মেলালেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বাকিদের মতো চাঁচাছোলাভাবে না হলেও ঘুরিয়ে-পেঁচিয়ে যা বলেছেন, তার মানে দাঁড়ায়, ভারত একটা বাড়তি সুবিধা নিয়েই খেলছে ঠিকই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাটলার বলেন, ‘ইতিমধ্যে এটা একটা অদ্ভুত টুর্নামেন্টে পরিণত হয়েছে, তাই না? একদিকে আয়োজক দেশ পাকিস্তান। অথচ একটি বিশেষ দল খেলছে অন্যত্র। যদিও আমি এসব নিয়ে ভাবছি না। আগামি ম্যাচই আমার চিন্তার বিষয়।‘
প্রসঙ্গত, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে খেলা হচ্ছে। পাকিস্তান আয়োজক দেশ হলেও নিরাপত্তার স্বার্থে ভারত পড়শি দেশে খেলতে অস্বীকার করে। বাধ্য হয়ে দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামকেই ভারতের ভেন্যু হিসেবে বেছে নেয় আইসিসি। এই একটি স্টেডিয়ামেই যাবতীয় ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া।
আর এই ইস্যুতেই সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। মাইকেল আথারটন বলেন, একটিমাত্র মাঠে সমস্ত ম্যাচ খেলছেন বলে রোহিতদের যাতায়াতের সময় বেঁচে যাচ্ছে। পাশাপাশি একটি পিচের কথা মাথায় রেখে দল বাছাই করতে হচ্ছে ভারতকে। যেখানে বাকি সমস্ত টিম হয় রাওয়ালপিন্ডি, নয়তো করাচি কিংবা লাহোরের মাঠে খেলতে নামছে। যেটা যথেষ্ট সমস্যার। আথারটনের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তাঁর একদা সতীর্থ নাসের হুসেনও।