Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেম! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান২৫ বছর পর আবার আসছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’, একতা কাপুর বললেন, 'এই শো তো শুধু আমাদের নয়'৪ অগস্ট শুনানি শুরু, রাজসাক্ষী হতে চেয়ে হাসিনার বিপদ বাড়ালেন সাবেক পুলিশ কর্তাওবিসি মামলায় জটিলতা অব্যাহত, আবেদনকারীদের সাধারণ ক্যাটাগরিতে ফর্ম ফিলাপের অনুমতি কোর্টেরমদ ছাড়লেন সলমন! প্রেসার চেম্বারে কী করছেন ভাইজান?
Burj Khalifa KKR

দুবাইয়ের বুর্জ খলিফায় শাহরুখের কেকেআর, পরেরবার নাইটদের তালিকায় প্রথমেই রিঙ্কু!

দুবাইয়ে বুর্জ খলিফায় শাহরুখের কেকেআরের প্রতিকৃতি। আলো ঝলমল করছে নাইটদের চ্যাম্পিয়ন দল। ভেসে উঠেছে শাহরুখ খানের মুখ।

দুবাইয়ের বুর্জ খলিফায় শাহরুখের কেকেআর, পরেরবার নাইটদের তালিকায় প্রথমেই রিঙ্কু!

বুর্জ খলিফায় নাইটদের বেগুনি আলোর ফোয়ারা।

শেষ আপডেট: 29 May 2024 12:08

দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে বুর্জ খলিফায় জ্বলজ্বল করছে শাহরুখের কেকেআরের সোনালি বেগুনি রং । আলো ঝলমল করছে নাইটদের চ্যাম্পিয়ন দল। ভেসে উঠেছে শাহরুখ খানের মুখ। এর আগে এত দল আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে, কোনও দল এমন সম্মান পায়নি। এবারই প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন দলের অবয়ব ফুটে উঠল বুর্জ খলিফার দেওয়ালে।

দুবাইতে এমনিতেই শাহরুখ খুব জনপ্রিয়। তাঁর প্রতি সিনেমা একইসঙ্গে রিলিজ হয় দুবাইয়ের নানা প্রেক্ষাগৃহে। সেই কারণেই দুবাইয়ের এই ঐতিহাসিক স্থানে কেকেআরের পুরো চ্যাম্পিয়ন দলের আলোকমালা ফুটে উঠেছে। 

আইপিএলের বিজয়ী মঞ্চে কেকেআর যখন খেতাব পেল, সেইসময় দেখা গিয়েছে শাহরুখ খানের পুরো পরিবারকে। তাঁর সঙ্গে এইপ্রথম আইপিএলের ম্যাচে দেখা গিয়েছে স্ত্রী গৌরি খানকে। এছাড়াও ছিলেন বান্ধবী জুহি চাওলা, মেয়ে সুহানা, ছেলে আরিয়ান ও আব্রাম, এমনকী সুহানার দুই বান্ধবী অনন্যা ও সাহানা কাপুরকে। 

এদিকে, কেকেআর সামনের বার কী দল গড়বে, সেই নিয়ে প্রাথমিক ভাবনাচিন্তা করেছে। মোট চারজন তারকাকে ধরে রাখতে পারবে তারা। সেটাই নিয়ম আইপিএলে। নাইট কর্তৃপক্ষ প্রথম যে নামটি রেখেছে, সেটি রিঙ্কু সিংয়ের। কারণ রিঙ্কু এই নিয়ে ৮বছর ধরে খেলছেন। তিনি দলের সবচেয়ে কার্যকরী ক্রিকেটার, আগামী দিনের তারকাও। রিঙ্কুর ক্ষেত্রে বেতন বাড়েনি নাইট দলে। তিনি এবার ৫৫ লক্ষ টাকা বেতন পেয়েছেন, বাকিরা যেখানে অনেকবেশি। সামনের বার তাঁর দর বাড়িয়ে তাঁকে বিশেষ পুরস্কার দিতে চায় কেকেআর।

নাইটরা আরও তিন ক্রিকেটারকে ধরে রেখে সামনের বারের নিলামের জন্য ঝাঁপাবে। সেই তালিকায় দলের অধিনায়ক শ্রেয়সসহ নারিন, রাসেল ও বরুণ চক্রবর্তীরা রয়েছেন। আইপিএলের প্রতি ফ্রাঞ্চাইজিগুলি আবেদন করেছে যাতে চারের বদলে ছয় ক্রিকেটারকে ধরে রাখতে পারে।  


ভিডিও স্টোরি