শেষ আপডেট: 29th January 2025 16:46
দ্য ওয়াল ব্যুরো : বানজি জাম্পিং। পাহাড়ের উপর থেকে আচমকা ঝাঁপ। এক মুহূর্তের জন্য শূন্যতা যেন গ্রাস করে গোটা শরীর। অনেকে এই শূন্যতা পরখ করার জন্য অনেকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হচ্ছেন। আর সেকারণেই বর্তমানে এটা দেশের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্টস। কিন্তু, আমাদের দেশে কোথায় হয় এই বানজি জাম্পিং? প্রতিবার ঝাঁপ দেওয়ার খরচই বা কত? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
ভারতে মোটামুটি দুটো জায়গায় এই বানজি জাম্পিং করানো হয়। প্রথমটা ঋষিকেশ এবং দ্বিতীয়টি গোয়া। প্রথমেই ঋষিকেশের কথায় আসা যাক। দেশের অন্যতম নিরাপদ বানজি জাম্পিংয়ের তকমা পেয়েছে। প্রথমে সাইটে ঢোকার জন্য আপনাকে ১০০ টাকা দিতে হবে। এরপর তপোবন অফিসে গিয়ে আপনাকে স্লট বুক করতে হবে। তপোবন অফিস থেকে জাম্প জোনে আসার জন্য একাধিক গাড়ি রয়েছে। ৫০০ টাকা দিয়ে সেই গাড়ির টিকিট আপনাকে বুক করতে হবে। অবশেষে এই ঝাঁপ দেওয়ার জন্য আপনাকে ৩,৭০০ টাকা খরচ করতে হবে। তবে যদি আপনি এই ঝাঁপের ভিডিও চান তাহলে আরও ৯০০ - ১,৮০০ টাকা খরচ করতে হবে। প্রসঙ্গত বানজি জাম্পিং ছাড়াও এই জোনে জায়ান্ট সুইং, ফ্লাইং ফক্সের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসেও সামিল হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ৩,৭০০ এবং ৩,৫০০ টাকা খরচ করতে হবে।
এবার গোয়ার কথায় আসা যাক। গোয়ায় অবশ্য জাম্পিং জোনে আসার জন্য আলাদা কোনও গাড়ির দরকার পড়ে না। তবে এখানে ঝাঁপ দেওয়ার জন্য আপনাকে মোট ৪,১১০ টাকা খরচ করতে হবে। এরমধ্যে অবশ্য ভিডিওগ্রাফির মূল্যও ধরে নেওয়া হয়েছে।
মহারাষ্ট্র, ডেল্লা অ্যাডভেঞ্চার্স - ১,৫০০ টাকা
বেঙ্গালুরু, ওজোন অ্যাডভেঞ্চার্স - ৪০০ টাকা
নয়াদিল্লি, ওয়ান্ডারলাস্ট - ৩,০০০ টাকা
ঘাড়ে কিংবা পিঠের চোট
সম্প্রতি হাড় ভাঙার ঘটনা
হাড় সরে যাওয়ার ঘটনা
উচ্চ রক্তচাপ
হাঁপানি
স্নায়বিক সমস্যা
মৃগীরোগ
হৃদরোগ
প্রেগনেন্সি
গেঁটে বাত
উপরের কোনও সমস্যা আপনার শরীরে থাকলে, কখনই বানজি জাম্পিং করা উচিত নয়।