
পেজ-ভূপতির সম্পর্কের টানাপোড়েন নিয়ে ওয়েবসিরিজ ‘ব্রেক পয়েন্ট’, তুমুল আগ্রহ দেশ জুড়ে
পেজ-ভূপতির টেনিস জীবনে নানা কাহিনী। একটা সময় তাঁরা ছিল দারুণ বন্ধু, পরে তা শত্রুতায় পরিণত হয়। কেন কী কারণে তাঁদের মধ্যে অহিনকূল সম্পর্কে বাঁক নিয়েছিল, সেটি নিয়ে নানা কথা। এমনকি ওই দুই টেনিস মহাতারকার সম্পর্কের মধ্যে এসে গিয়েছিলেন এক মহিলাও। তিনি কে, সেটিও দেখা যাবে এই সিরিজে।
সেই ঘটনাই উঠে আসবে ওয়েব সিরিজে। নামকরণ হয়েছে, ব্রেক পয়েন্ট, মানে বোঝাই যাচ্ছে টেনিস জুটির মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল। গত শুক্রবার ওয়েব সিরিজের ফার্স্ট লুক দিনের আলো দেখেছে।
টেনিস কোর্টে এই দুই তারকার রসায়ন বহুল চর্চিত। উইম্বলডন খেতার জিতে ইতিহাস তৈরি করেছিলেন এই দুই টেনিস তারকাজুটি। আর সেই সাফল্যের নেপথ্যের অজানা কাহিনি নিয়েই ওয়েবের পর্দায় পরিবেশন করতে চলেছেন পরিচালকজুটি অশ্বিনী আইয়ার তিওয়ারি এবং নীতেশ তিওয়ারি। এই ডিরেক্টর দম্পতি দঙ্গল, পাঙ্গার মতো সিনেমাও পরিচালনা করেছিলেন।
সিরিজ ‘ব্রেক পয়েন্ট’-এর ফার্স্টলুক শেয়ার করে ‘লি-হেশ’ জুটি তাঁদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ভারতীয় টেনিসকে আমরা গোটা বিশ্বের মানচিত্রে জায়গা করে দিয়েছি, কিন্তু যখন গোটা পৃথিবী আমাদের পদতলে ছিল, তখনই আমরা সরে গেলাম। শেষ পর্যন্ত লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতির অজানা গল্প শোনার সময় এসেছে।”
১৯৯৯ সালে উইম্বলডনে প্রথম ভারতীয় হিসাবে ডাবলস খেতাব জিতে এই টেনিস খেলোয়াড় জুটি ইতিহাস তৈরি করেছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের ছোঁয়াও ওয়েব সিরিজে দেখানো হবে বলে জানা গিয়েছে।
এই নিয়ে লিয়েন্ডার টুইটে জানিয়েছেন, “শুটিংয়ের মুহূর্ত ভীষণই উপভোগ করেছি। এই প্রথমবার অনুরাগীরা আমাদের সম্পর্কে অজানা তথ্য জানতে পারবেন।”