Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Brazil Squad For Copa America 2024

কোপা আমেরিকার ব্রাজিল দলে নেই নেমার, রিচার্লিসন, চমক বিস্ময় বালক এন্ড্রিক

দলে আছেন ১৭ বয়সি বিস্ময়বালক এনড্রিক। ব্রাজিলের হয়ে শেষ দুটি ফ্রেন্ডলি ম্যাচে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে গোল করেছেন তিনি। এর মধ্যে এনড্রিকের একমাত্র গোলে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল।

কোপা আমেরিকার ব্রাজিল দলে নেই নেমার, রিচার্লিসন, চমক বিস্ময় বালক এন্ড্রিক

শেষ আপডেট: 11 May 2024 15:22

দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকা ব্রাজিল দলে চমকের পর চমক। দলে তিন তারকা নেই। বাদের তালিকায় নেমার, ক্যাসিমেরো ও রিচার্লিসন। কাতার বিশ্বকাপে রিচার্লির ম্যাজিক গোল এখনও চোখ বুজলে দেখতে পান ফুটবল প্রেমীরা।

আগামী ২০ জুন থেকে আমেরিকায় শুরু হবে কোপা আমেরিকা। তার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। অপ্রত্যাশিতভাবে দল থেকে বাদ পড়েছেন ক্যাসেমিরো। এছাড়া দরিভালের এই দলে নেই টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড রিচার্লিসন ও আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল হেসুসও। হাঁটুর ইনজুরিতে পড়ার কারণে রিচার্লিসনকে স্কোয়াডে রাখা হয়নি। নেমারও নেই দীর্ঘদিন ফুটবলের বাইরে থাকার কারণে।

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউনাইটেডের হয়ে হতাশাজনক পারফর্ম করেছেন ক্যাসেমিরো। যে কারণেই তাঁকে দলে রাখেননি কোচ দরিভাল। এ বিষয়ে দরিভাল বলেন, ‘‘আমি এই নিয়ে ক্যাসির সঙ্গে কথা বলেছি। ওঁকে আমরা সম্মান করি।’’

দলে আছেন ১৭ বয়সি বিস্ময়বালক এনড্রিক। ব্রাজিলের হয়ে শেষ দুটি ফ্রেন্ডলি ম্যাচে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে গোল করেছেন তিনি। এর মধ্যে এনড্রিকের একমাত্র গোলে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। এছাড়া স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার ম্যাচেও গোল পেয়েছেন এই তরুণ ব্রাজিলিয়ান।

ব্রাজিল ফুটবলের বড় নাম নেমার জুনিয়র হাঁটুর চোটের কারণে বাদ। তিনি আল হিলালের হয়েও খেলতে পারেননি গত মরশুমে।

কোপা আমেরিকায় এবার ব্রাজিলের আক্রমণভাবে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগো। দারুণ পারফর্ম করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন তাঁরা।

টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে মেক্সিকো ও আমেরিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি হবে আগামী ৮ জুন। তারপর চারদিন পর আমেরিকার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম ম্যাচ কোস্টারিকার বিপক্ষে ২৪ জুন।

কোপা আমেরিকায় ব্রাজিল দল:

 গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যান সিটি) বেন্টো (অ্যাথলেটিকো-পিআর)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ইয়ান কৌতো (জিরোনা), গুইলহার্মে অ্যারোনা (অ্যাটলেটিকো-এমজি), ওয়েন্ডেল (এফসি পোর্তো), বেরালদো (প্যারিস সেইন্ট জার্মেই), মারকুইনহোস (প্যারিস সেইন্ট জার্মেই), গ্যাব্রিয়েল ম্যাগালায়েস (আর্সেনাল), মিলিতাও (রিয়াল মাদ্রিদ)।

 মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেরা (ফুলহ্যাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), হোয়াও গোমেস (ওলভারহ্যাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)।

ফরোয়ার্ড: এনড্রিক (পামেইরাস), মার্টিনেলি (আর্সেনাল), ইভানিলসন (পোর্তো), রাফিনহা (বার্সেলোনা), রডরিগো (রিয়াল মাদ্রিদ), সাভিনহো (জিরোনা), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।


ভিডিও স্টোরি