Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Brazil Vs Costa Rica Copa America

ব্রাজিল আটকে গেল কোপার শুরুতেই, রক্ষণাত্মক খেলে বাজিমাত কোস্টারিকার

ম্যাচে আধিপত্য রেখেও কাজ হাসিল করতে ব্যর্থ সাম্বা দল। একের পর এক আক্রমণ সাজিয়েও কোস্টারিকার জাল খুঁজে পায়নি ব্রাজিল। ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।

ব্রাজিল আটকে গেল কোপার শুরুতেই, রক্ষণাত্মক খেলে বাজিমাত কোস্টারিকার

খেলা শেষে হতাশ ব্রাজিলের তারকা।

শেষ আপডেট: 25 June 2024 08:32

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচে সবদিক থেকে এগিয়ে ছিল ব্রাজিল, কিন্তু আসল কাজটি তারা করতে পারেনি।

মঙ্গলবার ভারতীয় সময়ে সকালে খেলা ছিল আমেরিকার আরিজোনার গ্লেনদালে স্টেডিয়ামে। এই ম্যাচের তুল্যমূল্য বিচার করলে দেখা যাবে ব্রাজিল সবদিক থেকেই এগিয়ে।

বল পজেশন : ব্রাজিল ৭৪ শতাংশ : কোস্টারিকা ২৬ শতাংশ

গোলের সুযোগ : ব্রাজিল ১৫ বার : কোস্টারিকা ০

কর্নার : ব্রাজিল : ৯টি : কোস্টারিকা : ১টি

গোলে শট : ব্রাজিল : ৪টি : কোস্টারিকা : ০

এই থেকেই বোঝা যায়, ম্যাচে আধিপত্য রেখেও কাজ হাসিল করতে ব্যর্থ সাম্বা দল। একের পর এক আক্রমণ সাজিয়েও কোস্টারিকার জাল খুঁজে পায়নি ব্রাজিল। ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।

পুরো ম্যাচে একের পর এক গোলের সুযোগ নষ্ট হয়েছে। কোস্টারিকা পুরোপুরি রক্ষণাত্মক খেলেছে। তারা ব্রত নিয়েছিল, গোল দেব না, গোল খাব না। তারা সেই কাজে সফল।

পুরো ৯০ মিনিটের ৯০ শতাংশ সময়ই বল কোস্টারিকার ডি বক্সের আশপাশে ঘোরাঘুরি করেছে। কিন্তু তাদের কঠিন ডিফেন্সে ব্রাজিল দাঁত ফোটাতে পারেনি। দু’একটি যাও ডিফেন্স ভেদ করতে পেরেছে, কিন্তু গোলরক্ষক প্যাট্রিক সেকুইরার বিশ্বস্ত হাত কোস্টারিকাকে বাঁচিয়েছে।

কোস্টারিকার পোস্টের সামনে গিয়ে বারবার খেই হারিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলাররা। কখনও মেরেছেন ক্রসবারে, কখনও বল বাঁচিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক। বক্সের সামনে থেকে ব্যাকপাস করলেন, স্কোয়ারপাস করলেন, কারিকুরি সবটাই হল, গোল এল না পেলের দেশের।

প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় মার্কুইনহোস একবার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভিএআর (ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি) পরীক্ষা করে গোল বাতিল হয় অফসাইডের কারণে।

দর্শকাসনে বসে ব্রাজিলের তারকার তারকা নেমার খুবই হতাশ। চোটের কারণে তিনি খেলতে পারছেন না এবারের কোপায়। কিন্তু তাঁর দল শুরুতেই এভাবে গোলহীন থাকবে, তিনি ভাবতে পারেননি। নেমারের বিকল্প হিসেবে এনড্রিকের কথা বলা হলেও তিনি নিরাশ করেছেন।

ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়রকে নানা পরীক্ষা করতে দেখা গিয়েছে। কিন্তু ভিনিসিয়াস, রডরিগো, রাফিনহারা গোলের সন্ধান পেতে ব্যর্থ। শুরুতেই আটকে যাওয়ায় ব্রাজিল প্রেমীরা হতাশ।  


ভিডিও স্টোরি