ছন্দে ফিরল ব্রাজিল
শেষ আপডেট: 29 June 2024 07:35
দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিল ফিরল ব্রাজিলেই। আবারও সেই ফিরল যোগো বোনিতো, মানে সুন্দর ফুটবল।
অবশেষে লাস ভেগাসের অ্যালিগেন্ট স্টেডিয়ামে সুন্দর ফুটবলের ফুল ফুটল। ভিনিসিয়াস, সাভিনহো, লুকাস পাকেতা ও রদ্রিগোদের সেই হলুদের ঢেউয়ে ভেসে গেল প্যারাগুয়ে। ৪-১ গোলের বিরাট জয়ে কোপা আমেরিকার কোয়ার্টারের পথে অনেকটাই এগিয়ে গেল ব্রাজিল।
কোস্টারিকার জমাট রক্ষণে ধাক্কা খেয়ে প্রথম ম্যাচে গোলের বহু সুযোগ নষ্ট হয়েছে। খেলা ড্র হয়েছিল। কিন্তু ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র কৌশল পরিবর্তন করেন। রাফিনহার পরিবর্তে সাভিনহোকে মাঠে নামান। ফলে ব্রাজিলের আক্রমণের ধার বেড়ে যায়। ভিনিসিয়াসের সামনে প্যারাগুয়ের রক্ষণ পুরো খুলে যাওয়ায় সুযোগও তৈরি হয়। যে কারণে জোড়া গোল করতে সক্ষম হন রিয়াল মাদ্রিদ তারকা।
শুধু তাই নয়, দারুণ এক হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়াস। দ্বিতীয়ার্ধের পেনাল্টি শটটা চাইলে তিনি নিতে পারতেন; কিন্তু প্রথমার্ধে লুকাস পাকেতা পেনাল্টি মিস করে যে আত্মগ্লানিতে ভুগছিলেন, তাতে তিনি যেন সেখান থেকে বের হতে পারেন, তাই ভিনি পাকেতাকেই ফের পেনাল্টি কিক নেওয়ার সুযোগ করে দেন। পাকেতাও দারুণ বুদ্ধিদীপ্ত শটে গোল করে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে জয়ে ভূমিকা রাখেন।
প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করে ভক্তদের হতাশ করেছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচেই খোলস ছেড়ে বেরিয়ে এল ব্রাজিল ফুটবলাররা। খেললেন সাজানো-গোছানো ছন্দময় ফুটবল।
প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৫ ম্যাচে জয় ছিল না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ে ৪ ম্যাচে (তিন ম্যাচেই হার) এবং কোপায় কোস্টারিকার বিপক্ষে জয়হীন ছিল সেলেসাওরা। ছয় নম্বর ম্যাচে এসে জয়ের দেখা পেল তারা।
লাস ভেগাসের অ্যালিগেন্ট স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। ম্যাচের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট গোলবারের বাইরে দিয়ে মারেন লুকাস পাকেতা। কিছু পরেই রদ্রিগোর অ্যাসিস্ট থেকে হুয়াও গোমেজ গোলবারের উপর দিয়ে মারেন।
ব্রাজিল সব সুযোগ কাজে লাগাতে পারলে সাত গোলে ম্যাচ জিততে পারত। তবে প্যারাগুয়ে শেষ নয় মিনিট দশ জন খেলেছে। তাদের আন্দ্রিজ কোবাস লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান।