শেষ আপডেট: 4th March 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: গত ছ’মাস, যবে থেকে গম্ভীর-জমানা শুরু হয়েছে, ভারতীয় ক্রিকেট দল (India) না তেমন সাফল্য পেয়েছে, না আকর্ষণীয় ক্রিকেট খেলেছে। আর এই দুইয়ে মিলে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। আজ, দুবাইয়ের মাটিতে খেলতে নামার আগে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া (Australia)। সাফ জানালেন প্রাক্তন অস্ট্রেলীয় উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন (Brad Haddin)।
রিকি পন্টিং গতকাল বলেছিলেন, দুবাইয়ের ময়দানে তিনটি ম্যাচ খেলা এবং টুর্নামেন্ট শুরুর আগে থেকে প্র্যাকটিসের সুবাদে বাড়তি সুবিধা পেয়েছে ভারত। যে কারণে বিশ্বকাপজয়ী অজি বাহিনীর বিরুদ্ধে এগিয়ে থাকবেন রোহিতরা। দুবাইয়ের মাঠের অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া পাবে, এটা মেনে নিলেও তার জন্য ভারতীয় ক্রিকেট দলকে খুব একটা বাড়তি নম্বর দিতে নারাজ হ্যাডিন।
তিনি বলেন, ‘একই ভেন্যুতে তিনটি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে ভারত। তার উপর পিচে ঘাস নেই। একদম শুকনো। এটা ভারতের পক্ষে যাবে। আর এই কারণে চাপেও থাকবে তারা।‘ হ্যাডিন এও মনে করেন, ইদানীং ভাল খেললেও সেফিফাইনাল শুট আউটের সমান। তাই লড়াই যে কেউ জিততে পারে।
ভারতের উপর চাপ থাকলেও ক্যাঙারু বাহিনীর ঘাড়ে তেমন কোনও বোঝা নেই। আর তাই অজিরা ভারতের বিরুদ্ধে জিতবে। আর এমনটা হলে অনেকে একে ‘অঘটন’ বলবে ঠিকই, কিন্তু তাকে খুব একটা পাত্তা দিতে নারাজ প্রাক্তন অস্ট্রেলীয় উইকেটরক্ষক।
যদি ভারত হেরে যায়, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও না ওঠে, তাহলে তার আঁচ পড়তে পারে কোচ গৌতম গম্ভীরের উপরে। এমনটা মনে করার পেছনে হ্যাডিনের যুক্তি, ‘গম্ভীর দায়িত্ব নেওয়ার পর ভারতীয় দল যেভাবে খেলছে, তার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলে গম্ভীরের উপর কোপ নেমে আসার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে।‘