শেষ আপডেট: 3rd February 2025 20:15
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ প্রিমিয়ার লিগ আপাতত একাধিক বিতর্কে কাঁপছে। ইতিমধ্যে এই টুর্নামেন্টে ম্য়াচ গড়াপেটার অভিযোগ উঠতে শুরু করেছে। এরই মধ্যে আবার একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে। ক্রিকেট সরঞ্জামের বাস তালাবন্ধ করে রাখলেন চালকেরা। অভিযোগ দরবার রাজশাহী ফ্র্য়াঞ্চাইজি নাকি তাঁদের একটা পয়সাও দেয়নি। আর সেকারণে রাগের মাথায় তাঁরা এমন কাজ করেছেন। গোটা ঘটনায় ইতিমধ্যে ব্যাপক জলঘোলা শুরু হয়েছে।
দরবার রাজশাহী ফ্র্য়াঞ্চাইজির বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ আগেও উঠেছিল। শেষপর্যন্ত বাস চালকেরা এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন। জানা গিয়েছে, দলের ক্রিকেটার এবং স্টাফেরাও এখনও পর্যন্ত প্রাপ্য স্যালারি পাননি। সেকারণে তাঁরা ইতিমধ্যে হতাশায় ভুগতে শুরু করেছেন। ক্রিকবাজের একটি প্রতিবেদন থেকে এই খবর জানা গিয়েছে।
ওই প্রতিবেদন থেকে আরও জানা গিয়েছে, টাকা না পাওয়ার কারণে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটাররা নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। এমনকী, তাঁদের বিমান টিকিটও ইতিমধ্যে বুক করা হয়ে গিয়েছে। এমনকী, দলের ক্রিকেটাররা অর্থের অভাবে ঢাকায় অবস্থিত টিম হোটেল ছেড়ে অন্য কোথাও খেলতেও যেতে চাইছেন না। বিষয়টা প্রকাশ্যে আসতেই রীতিমতো হুলস্থূল পড়ে যায়। এই ব্যাপারে দলের মালিক এবং ম্য়ানেজমেন্টও ফোন ধরছেন না।
মহম্মদ হ্যারিস, ফতাব আলম, মার্ক ডেয়াল, রিয়ান ওয়ার্ল, মিগুয়েল কামিন্সের মতো ক্রিকেটাররা ইতিমধ্যে দেশে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরমধ্যে কয়েকজনকে মাত্র ২৫ শতাংশ স্যালারি দেওয়া হয়েছে। বাকিদের সেটুকুও দেওয়া হয়নি।
মালিক পক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল যে এই বেতন শীঘ্রই দেওয়া হবে। কিন্তু, ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকজন স্থানীয় ক্রিকেটার বেতন না পেয়ে টিম হোটেল ছেড়ে দিয়েছেন।
ইতিপূর্বে বিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা এই বিষয়টা দেখবে। গোটা ঘটনার তদন্ত করার জন্য একটি কমিটিও গঠন করা হবে। কিন্তু, দরবার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা আর এক মুহূর্তের জন্য়ও বাংলাদেশে থাকতে চাইছেন না। ক্রিকবাজকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন আধিকারিক জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটাররা ৭৫ শতাংশ পেমেন্ট পেয়ে যাবেন বলে আশা করা হয়েছিল। আর ৮ মার্চের মধ্যে সম্পূর্ণ পেমেন্ট করে দেওয়া হবে। কিন্তু, দূর্ভাগ্যজনকভাবে এই প্রক্রিয়া সম্ভব হয়নি।