
বক্সিং ফাইনালের লক্ষ্যে সকালে নামছেন লভলিনা, সারা দেশ তাকিয়ে থাকবে তাঁর দিকে
দ্য ওয়াল ব্যুরো: সারা দেশ তাকিয়ে থাকবে অসমের ওই মেয়েটির লড়াইয়ের জন্য। জিতলেই ফাইনাল, তার মানে বক্সিংয়ে রুপো নিশ্চিত হবে। ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছেন। এবার শুরু আসল কাজ।
বুধবার ভারতীয় সময়ে সকাল এগারোটায় তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিপক্ষে খেলতে নামছেন লভলিনা বড়গোহাঁই। তাঁর লক্ষ্য সোনা জয়। তিনি জানিয়েছেন, এরদূর যখন এসেছেন, আরও এগোবেন। লড়াই তাঁরও ধমনীতে।
লভলিনা কোয়ার্টার ফাইনালে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন-চিনকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন। পাঁচবার চেন নিয়েন-এর মুখোমুখি হলেও অলিম্পিক্সের মঞ্চেই প্রথমবার তাঁকে হারাতে পারলেন লভলিনা। বুসেনাজ অন্যদিকে ইউক্রেনের আনা লেনস্কোকে ৫-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। লভলিনার কাছে প্রধান অস্ত্র তাঁর উচ্চতা, তাঁর আপার হুকগুলি বিপক্ষকে জব্দ করে সমানে।
এদিকে, বুধবারই বিকেল সাড়ে তিনটায় ২০১৬ সালে রিওর ব্যর্থতা কাটিয়ে পদক নিশ্চিতের লক্ষ্যে নামছে ভারতীয় মহিলা হকি দল। সেমিফাইনালে ওঠাটাই এক বিরাট কৃতিত্বের রানি রামপালদের। অস্ট্রেলিয়ার মতো তিনবারের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো সহজ ছিল না তাদের কাছে। এবার লড়াই আর্জেন্টিনার সঙ্গে।
বুধবার টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে অ্যাথলেটিক্সে নামবেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। যাকে ঘিরে অ্যাথলেটিক্স থেকে ভারত গেমসের ইতিহাসে প্রথম পদক জয়ের স্বপ্ন দেখছে।