Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Mohammedan Sporting New Team for ISL

আইএসএলের জন্য মহামেডান দলে বহু রদবদল, সফল বিদেশিদের ছেঁটে ফেলছে ক্লাব

মহামেডানের সর্বোচ্চ স্তরের রেকর্ড ভাল নয়। তারা এর আগেও আই লিগের মূলপর্বে খেলার যোগ্যতা আদায় করে নিয়েছিল। তারপর আবার অবনমনও হয়ে গিয়েছিল। এবারও তারা আইএসএলে খেলার যোগ্যতা আদায় করেছে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার কারণে।

আইএসএলের জন্য মহামেডান দলে বহু রদবদল, সফল বিদেশিদের ছেঁটে ফেলছে ক্লাব

আই লিগ জয়ী মহামেডানের ফুটবলাররা।

শেষ আপডেট: 24 April 2024 15:08

দ্য ওয়াল ব্যুরো: আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরেই দ্রুত আইএসএলের জন্য ভাবনা শুরু করে দিয়েছে মহামেডান স্পোর্টিং কর্তারা। তারা দলের রাশিয়ান কোচ আন্দ্রে চেরনোশভকেই নতুন দল বাছাইয়ের দায়িত্ব দিয়েছেন। কোচ অবশ্য সাময়িকভাবে দেশে গিয়েছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। বিদেশি কোচ এবার আই লিগের প্রায় সব ম্যাচ দেখেছেন। এমনকী কিছু আইএসএলের ম্যাচ দেখতে মাঠেও হাজির ছিলেন। তাঁর কাছে পরিষ্কার ভারতীয় দলের হালহকিকৎ সম্পর্কে।

মহামেডান দলের এখনও সংবর্ধনা অনুষ্ঠানের দিন ঠিক হয়নি। কিন্তু কর্তারা হাত গুটিয়ে বসে নেই। তাঁরা নতুন ফুটবলার খুঁজতে কর্তাদের কাউকে বাইরে পাঠানোর তোরজোড় শুরু করে দিয়েছে।

মহামেডানের সর্বোচ্চ স্তরের রেকর্ড ভাল নয়। তারা এর আগেও আই লিগের মূলপর্বে খেলার যোগ্যতা আদায় করে নিয়েছিল। তারপর আবার অবনমনও হয়ে গিয়েছিল। এবারও তারা আইএসএলে খেলার যোগ্যতা আদায় করেছে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার কারণে। তবে সামনের তিনবছর আইএসএলে অবনমনের বিষয় নেই। সেটি বলেছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তিনি জানান, আই লিগের মান ভাল হলে পরবর্তীকালে আইএসএলে দুটি দলের অবনমন হবে।

তারমধ্যে মহামেডান সফল তিন বিদেশিদের ছেঁটে দিচ্ছে। তারা রাখছে আই লিগের সেরা মিডফিল্ডার কাসিমভ, ডিফেন্ডার জোসেফ আদজাই এবং আলেক্সিস গোমেজকে। বরং ছেঁটে ফেলছে ৩৩ বছরের হন্ডুরাসের তারকা এডি হার্নান্দেজকে। যিনি মহামেডানকে চ্যাম্পিয়ন করার বিষয়ে বড় ভূমিকা রেখেছিলেন।

এমনকী ইউক্রেনের মাঝমাঠের ফুটবলার কজলভকেও রাখছে না মহামেডান। বরং কর্তারা খোঁজ করছেন ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে ফুটবলার আনার বিষয়ে। আইএসএলের জন্য দলের ফুটবলারদের গড় বয়স ২৫-২৮’য়ের মধ্যে রাখতে চান কোচ।     


ভিডিও স্টোরি