আই লিগ জয়ী মহামেডানের ফুটবলাররা।
শেষ আপডেট: 24 April 2024 15:08
দ্য ওয়াল ব্যুরো: আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরেই দ্রুত আইএসএলের জন্য ভাবনা শুরু করে দিয়েছে মহামেডান স্পোর্টিং কর্তারা। তারা দলের রাশিয়ান কোচ আন্দ্রে চেরনোশভকেই নতুন দল বাছাইয়ের দায়িত্ব দিয়েছেন। কোচ অবশ্য সাময়িকভাবে দেশে গিয়েছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। বিদেশি কোচ এবার আই লিগের প্রায় সব ম্যাচ দেখেছেন। এমনকী কিছু আইএসএলের ম্যাচ দেখতে মাঠেও হাজির ছিলেন। তাঁর কাছে পরিষ্কার ভারতীয় দলের হালহকিকৎ সম্পর্কে।
মহামেডান দলের এখনও সংবর্ধনা অনুষ্ঠানের দিন ঠিক হয়নি। কিন্তু কর্তারা হাত গুটিয়ে বসে নেই। তাঁরা নতুন ফুটবলার খুঁজতে কর্তাদের কাউকে বাইরে পাঠানোর তোরজোড় শুরু করে দিয়েছে।
মহামেডানের সর্বোচ্চ স্তরের রেকর্ড ভাল নয়। তারা এর আগেও আই লিগের মূলপর্বে খেলার যোগ্যতা আদায় করে নিয়েছিল। তারপর আবার অবনমনও হয়ে গিয়েছিল। এবারও তারা আইএসএলে খেলার যোগ্যতা আদায় করেছে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার কারণে। তবে সামনের তিনবছর আইএসএলে অবনমনের বিষয় নেই। সেটি বলেছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তিনি জানান, আই লিগের মান ভাল হলে পরবর্তীকালে আইএসএলে দুটি দলের অবনমন হবে।
তারমধ্যে মহামেডান সফল তিন বিদেশিদের ছেঁটে দিচ্ছে। তারা রাখছে আই লিগের সেরা মিডফিল্ডার কাসিমভ, ডিফেন্ডার জোসেফ আদজাই এবং আলেক্সিস গোমেজকে। বরং ছেঁটে ফেলছে ৩৩ বছরের হন্ডুরাসের তারকা এডি হার্নান্দেজকে। যিনি মহামেডানকে চ্যাম্পিয়ন করার বিষয়ে বড় ভূমিকা রেখেছিলেন।
এমনকী ইউক্রেনের মাঝমাঠের ফুটবলার কজলভকেও রাখছে না মহামেডান। বরং কর্তারা খোঁজ করছেন ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে ফুটবলার আনার বিষয়ে। আইএসএলের জন্য দলের ফুটবলারদের গড় বয়স ২৫-২৮’য়ের মধ্যে রাখতে চান কোচ।