শেষ আপডেট: 10th July 2024 18:56
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্যান্য ক্লাব-দল যা পারেনি সেটাই করে দেখাল ভবানীপুর ফুটবল ক্লাব। তারা তাদের অ্যাকাডেমি দলকে মালয়েশিয়া সফরে পাঠাচ্ছে।
বুধবার ক্লাব তাঁবুতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দলের শিক্ষার্থীদের হাতে স্পোর্টস সরঞ্জাম তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সচিব সৃঞ্জয় বসু। এছাড়াও ছিলেন স্প্যানিশ কোচ মিগুয়েল এবং মোহনবাগানের আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন।
মালয়েশিয়া সফরে মোট সাতটি ম্যাচ খেলবে। দলে অধিকাংশ মনিপুর, মিজোরামের ফুটবলাররা। বাংলা থেকে একজন এই সফরে সুযোগ পেয়েছেন। এর কারণ হিসেবে অ্যাকাডেমির ডিরেক্টর অপরুপ চক্রবর্তী জানান, বাংলা থেকে বহু প্রতিভা রয়েছে। কিন্তু তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অনেকের বিদেশ সফরের জন্য পাসপোর্ট নেই।
মালয়েশিয়া সফরে ভারতের ভবানীপুর ছাড়াও ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, তাইওয়ান ও মালদ্বীপের মতো দল খেলবে।
ভবানীপুর ক্লাবের সচিব সৃঞ্জয় বসু জানালেন, ক্লাবের যারা এই সফরে সুযোগ পেয়েছে তারা দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, এটা তাদের কাছে বাড়তি সম্মানের। এই অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ক্রীড়া সাংবাদিক তথা চিত্র পরিচালক দুলাল দে।