শেষ আপডেট: 24th May 2024 20:20
দ্য ওয়াল ব্যুরো: সিএবি দু’দিনের লিগে চ্যাম্পিয়ন হল ভবানীপুর ক্লাব। তারা ফাইনাল ম্যাচে হারিয়েছে মহামেডান স্পোর্টিংকে। ম্যাচ ড্র হলেও ইডেনের এই খেলায় প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারণে ভবানীপুর খেতাব পেল।
ভবানীপুর ক্লাবের আগের কোচ ছিলেন আব্দুল মুনায়েম। তিনি ছেড়ে দিলেও দলের পারফরম্যান্সে তার প্রভাব পড়েনি। ক্লাবের কর্ণধার সৃঞ্জয় বসু জানিয়েছেন, আমাদের দল সাফল্য পেল টিমগেমে ভর করে। আমাদের এই দল ব্যক্তিগত নয়, দলগত পারফরম্যান্সে বিশ্বাসী, তাই এই সাফল্য এসেছে।
ভবানীপুর ক্লাবের হয়ে এই ম্যাচে তিনজন সেঞ্চুরি পেয়েছেন। তাঁরা হলেন, বিবেক সিং (১৫১ নঃ আঃ), অরিন্দম ঘোষ (১৩৪) এবং অরিন্দম ঘোষ (১১৫)। ভবানীপুর দলের হয়ে দুরন্ত বোলিং করেছেন দীপক কুমার (৪/৫০) এবং স্পিনার প্রদীপ্ত প্রামাণিক (৩/৩৮)।
প্রথম ইনিংসে ভবানীপুর করেছিল ৪৭৯/৯। বিনিময়ে মহামেডানের ইনিংস শেষ হয় মাত্র ২০৯ রান। দ্বিতীয় ইনিংসেও ভবানীপুর ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ৩৭৩/৫। সন্দীপন দাস (৭৬) এবং শুভম সরকার (৫১ নঃ আঃ) ভাল খেলেছেন। মহামেডানের হয়ে দুটি উইকেট নিয়েছেন কুণাল কুমার।
ম্যাচ শেষে ইডেনে বিজয়ী ভবানীপুর দলের ক্রিকেটারদের পুরস্কার দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
এদিকে, সিএবি পরিচালিত জে সি মুখোপাধ্যায় টি ২০ ক্রিকেটে ইস্টবেঙ্গল ৪৬ রানে কাস্টমসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছে।