
দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডন টেনিস আসরেও কোভিড হানা দিল। যার জেরে ছিটকে গেলেন টুর্নামেন্টের অস্টম বাছাই মাত্তিও বেরেত্তিনি (Matteo Berrettini)।
মঙ্গলবার তাঁর কোভিড ১৯-এর পরীক্ষা করা হয় এবং তাতে পজিটিভ পাওয়া যায়। এর ফলে টুর্নামেন্টের থেকে নাম প্রত্যাহার করেছেন এই নামী তারকা।
রোনাল্ডোর বদলে নেমার! বিশ্ব ফুটবলে ম্যাঞ্চেস্টারের অদ্ভুত শর্ত
বেরেত্তিনি নিজের ইনস্টাগ্রামে এই তথ্য দিয়েছিলেন। সোমবার ক্রোয়েশিয়ার মারিন সিলিক করোনার কারণে উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নেন। এবার ইতালির এই তারকা খেলোয়াড় করোনায় আক্রান্ত হতেই চারিদিকে আরও সতর্কতার মোড়কে মুড়ে ফেলা হয়েছে।
কোভিড ১৯ এর পরীক্ষায় পজিটিভ পাওয়া যাওয়া টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে মাত্তেয়ো বেরেত্তিনি লিখলেন,‘‘এটা জানাতে গিয়ে আমার কষ্ট হচ্ছে যে আমার কাছে আমার করোনার পরীক্ষার রিপোর্ট এসেছে এবং তাতে আমার কোভিড ১৯ পজিটিভ পাওয়া গেছে। যে কারণে আমি আর উইম্বলডনে খেলতে পারব না।’’