শেষ আপডেট: 27th January 2025 22:36
দ্য ওয়াল ব্যুরো : লড়াই হোক মাঠে। লড়াই হোক ৯০ মিনিটে। মাঠের বাইরে যেন কোনও শত্রুতা না থাকে। কার্যত এই কথাটাই বুঝিয়ে দিলেন বেঙ্গালুরু এফসি-র কোচ জেরার্ড জারাগোজা। আর সেকারণেই ম্যাচ শেষ হতে না হতে লিস্টন কোলাসোর দিকে এগিয়ে আসেন। প্রথম করমর্দন করলেও, তারপর বুকে জড়িয়ে ধরেন। এই দৃশ্য দেখার পর বাগান সমর্থকরা কার্যত আবেগে ভাসতে শুরু করেছে।
প্রসঙ্গত, এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে জয়সূচক গোলটি করেন লিস্টন কোলাসো। শেষ কোয়ার্টার শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৭৪ মিনিটে লিস্টনের দুরন্ত ভলিতেই লেখা হয়ে যায় মেরিনার্সদের জয়। জামশেদপুর এফসির-র বিরুদ্ধে বেশ কয়েকটা গোলের সুযোগ মিস করেছিলেন কোলাসো। তা নিয়ে কম সমালোচনা করেননি সবুজ-মেরুন সমর্থকরা। অনেকে তো আবার তাঁকে দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছিলেন। কিন্তু, বেঙ্গালুরুর মতো একটি বড় ম্য়াচে লিস্টন বুঝিয়ে দিলেন যে মলিনা কেন তাঁর উপরে এতটা ভরসা রেখেছেন।
এই জয় বাগান কোচ হোসে মলিনাকেও বেশ খানিকটা স্বস্তিতে রাখবে। কারণ গত ২ অ্যাওয়ে ম্য়াচে জয় অধরা ছিল মোহনবাগানের। প্রথমে জামশেদপুরের বিরুদ্ধে তারা ১-১ গোলে ড্র করেছিল। আর পরের ম্য়াচে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র হজম করতে হয়। তবে ঘরের মাঠে মেরিনার্সরা যে অপ্রতিরোধ্য, সেটা আরও একবার তারা প্রমাণ করে দিল। হোম ম্য়াচে মোহনবাগান টানা ৮ ম্য়াচে জয়লাভ করেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আসা মোহনবাগান সমর্থকদের কাছে এটা যে বাড়তি পাওনা, তা বলা যেতেই পারে। সোমবারের ম্য়াচ চলাকালীন বেঙ্গালুরু কোচ জারাগোজা বেশ কয়েকবার উত্তেজিত হয়ে উঠেছিলেন। এমনকী, ম্য়াচ রেফারি রাহুল গুপ্তা এগিয়ে এসে তাঁকে শান্ত হওয়ার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু, ম্য়াচের শেষে তিনি যে এমন আচরণ করবেন, এটা বোধহয় সবুজ-মেরুন সমর্থকরা কল্পনা করতে পারেননি।
Even @gerardzaragoza acknowledges @colaco_liston's brilliance! ????#MBSGBFC #ISL #LetsFootball #MBSG #BengaluruFC #ListonColaco #GerardZaragoza pic.twitter.com/JlN4p5ZuoV
— Indian Super League (@IndSuperLeague) January 27, 2025
এই ম্য়াচের শেষে মোহনবাগান নিজেদের শীর্ষস্থান ধরে রাখল। ১৮ ম্যাচে তারা মোট ৪০ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে বেঙ্গালুরু লিগ টেবিলে তৃতীয় স্থানেই দাঁড়িয়ে রইল। তারা ১৮ ম্য়াচে ২৮ পয়েন্ট সংগ্রহ করেছে। আগামী শনিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট মিনি ডার্বি ম্য়াচ খেলতে নামবে। প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং ক্লাব। মহমেডান (১৭ ম্য়াচে ১১ পয়েন্ট) আপাতত লিগ টেবিলে ১৩ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। শেষ ৫ ম্যাচের মধ্যে মাত্র একটাই তারা জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে আগামী ম্যাচও মেরিনার্সদের কাছে যে খুব একটা কঠিন হবে না, তা বলাই বাহুল্য।