শেষ আপডেট: 24th January 2025 23:46
দ্য ওয়াল ব্যুরো: সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলারদের চাকরি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই সুযোগ পাচ্ছেন বাংলার অন্যান্য খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়রাও। জাতীয় গেমসে এবার পদক জিতলেই বাংলার খেলোয়াড়দের সরকারি চাকরি পাকা হয়ে যাবে।
শুক্রবার বিওএ–র এক প্রেস মিটে রাজ্য সরকারের তরফে বাংলার ক্রীড়াবিদদের জন্য চাকরি ও আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, জাতীয় গেমসে বাংলার হয়ে পদক পেলেই মিলবে যোগ্যতা অনুযায়ী পুলিশে চাকরি। এছাড়া সোনা–রুপো–ব্রোঞ্জ জিতলে যথাক্রমে তিন, দুই ও এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে।
আগামী ২৮ জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে শুরু হতে চলেছে জাতীয় গেমস। রাজ্য সরকার পুরো টিমকে (৩৯৫ জন) জার্সি ও ক্রীড়া সরঞ্জাম দিচ্ছে। এছাড়া বাংলা দলকে উত্তরাখণ্ডে পাঠানোর জন্য ৩৩ লক্ষ টাকা খরচও করছে সরকার। গত গেমসে বাংলা ১৮ নম্বরে ছিল। এবার মোটামুটি সেরা তারকাদের নিয়েই জাতীয় গেমসে যাচ্ছে দল।
কিছুদিন আগে সাত বছর পর ফের সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবল দলের প্রত্যেক সদস্যকে পুলিশের চাকরির নিয়োগপত্র দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়ী দল রাজ্যে পা রাখার পরই মুখ্যমন্ত্রী তাঁদের পুলিশের চাকরিতে নিযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।