শেষ আপডেট: 9th November 2021 14:29
দ্য ওয়াল ব্যুরো: বাংলা দাবায় (Chess) খুশির খবর। মিত্রাভ গুহর (Mitrabha Guha) হাত ধরে ফের গ্র্যান্ডমাস্টার (Grandmaster) পেল দিব্যেন্দু বড়ুয়ার রাজ্য। এই নিয়ে নবম জিএম হল বাংলা থেকে। দক্ষিণ কলকাতার ছেলে মিত্রাভ আবার দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমিরই ছাত্র। শনিবার সার্বিয়ার একটি এলো রেটিং দাবা চ্যাম্পিয়নশিপে ২৫০০ রেটিং করার পরেই তিনি তৃতীয় জি এম নর্ম পেয়ে যান। ২০ বছরের এই প্রতিভাবান দাবাড়ু আগে দুটি জি এম নর্ম পেয়েছিলেন বাংলাদেশের একটি টুর্নামেন্ট থেকে। এই খবর বাংলায় আসার পরে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের মতো তারকাও উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, ‘‘বাংলা দাবার ভবিষ্যৎ খুবই ভাল, আরও কয়েকবছরের মধ্যে আরও জি এম পাবে বাংলা। এটা ভাল সংকেত।’’ আরও পড়ুন: অপ্রতিরোধ্য টিম বেঙ্গল, মণীশ পান্ডের কর্ণাটককে হারিয়ে শেষ চারে সুদীপরা মিত্রাভর সাফল্যে খুশি বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া স্বয়ং। বললেন, ‘‘মিত্রাভ আমার অ্যাকাডেমির ছাত্র। সেই চার বছর বয়স থেকে আমার অ্যাকাডেমিতে খেলা শিখছে। আমি ওর সাফল্যে খুব খুশি। আরও অনেক চমক দেখাবে মিত্রাভ।’’ বাংলার দাবা সংস্থার সিইও অতনু লাহিড়ী প্রশংসা করেছেন উদীয়মান তারকার। তিনি জানিয়েছেন, ‘‘বিরল প্রতিভার অধিকারী মিত্রাভ। যে কোনও পরিস্থিতিতে খেলা ঘোরাতে পারেন তিনি। আগামী দিনে মিত্রাভ দাবায় নতুন নতুন মাইলফলক স্পর্শ করবে।’’ মিত্রাভের উত্থানও বেশ চমকপ্রদ। সেই অর্থে ভাল কোনও কোচ নেই তাঁর। নিজেই লকডাউনের সময় বাড়ি থেকে তৈরি হয়েছে কমপিউটারের সঙ্গে খেলে। মিত্রাভ থাকেন টালিগঞ্জের কুঁদঘাট অঞ্চলে। কার্লসেনের অনুরাগী এই নামী দাবাড়ু বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন। বাবা রাজ গুহ জানালেন, দাবা খেলার অনেক খরচ, সেই সামলে ভাল কোনও কোচ দিতে পারিনি ছেলেকে, ওই নিজের চেষ্টায় গত দু’বছর এগিয়েছে। ভাল লাগছে ওর সাফল্যে, আমি সত্যিই গর্বিত। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'