শেষ আপডেট: 12th August 2024 21:12
দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় ফুটবলে ফের বাংলার দাপট। ছত্তীশগড়ে অনূর্ধ্ব ১৬ ডাঃ বিসি রায় ট্রফির ফাইনাল ম্যাচে বাংলা ২-০ গোলে হারিয়েছে ওড়িশাকে।
এই দলে মোট ছয়জন ফুটবলার খড়দহের বাংলা ফুটবল অ্যাকাডেমির। এরমধ্যে বাংলা দলে ছিলেন পাঁচজন। যে ছয় ফুটবলার বাংলা দলে ছিলেন, তাঁরা হলেন, অর্ণব রায় (গোলকিপার), সমীর সর্দার(রাইট ব্যাক), ঠাকুরদাসা হাঁসদা (স্টপার), দেবজিৎ দত্ত (মিডফিল্ডার), শুভদীপ সর্দার (স্ট্রাইকার) এবং রুদ্রনীল সাহা (গোলকিপার)। এরমধ্যে রুদ্রনীল সাহা ছাড়া বাকি পাঁচজনই প্রতি ম্যাচে প্রথম একাদশে ছিলেন।
খড়দহের এই অ্যাকাডেমি থেকে বহু প্রতিভাবান ফুটবলার উঠে এসেছে। বাংলা ফুটবলের সাপ্লাইলাইন হয়ে উঠেছে এই ফুটবল পাঠশালা।
শুভদীপ সরকার গোটা টুর্নামেন্টে মোট চারটি গোল করেন। যার মধ্যে ফাইনালে দ্বিতীয় গোলটিও তিনিই করেছেন।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসহ আইএফএ-র সচিব অনির্বাণ দত্ত পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলা দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি কোচসহ দলের বাকিদেরও শুভেচ্ছা জানান।
জাতীয় জুনিয়র ফুটবলে বাংলার সাফল্যে উচ্ছ্বসিত আইএফএ সচিব অনির্বাণ দত্ত। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, বাংলার এই সাফল্যে আমি আনন্দিত। গত দু বছর ধরে কলকাতা ফুটবল লিগ বয়স ভিত্তিক করা হয়েছে। এর ফলে অনেক নতুন প্রতিভার সন্ধান পাওয়া গেছে। বাংলার ফুটবল যে সঠিক দিশাতে এগোচ্ছে, আজকের এই সাফল্য তা প্রমাণ করে।