শেষ আপডেট: 23rd November 2023 19:56
দ্য ওয়াল ব্যুরো: এবার ওয়ান ডে বিশ্বকাপ খেলতে চাইছিলেন না বেন স্টোকস। তাঁকে জোর করে খেলানো হয়। তার ফল ভালই ভুগেছে ইংল্যান্ড। যে কারণে ইংল্যান্ডের ফল হতশ্রী হয়। বেন এবার ব্যাটিংই করেছেন, বোলিং করেননি।
আইপিএলে এবার এমএস ধোনির দলের হয়ে খেলবেন না স্টোকস। তাঁকে সাড়ে ১৬ কোটি টাকা দিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু বেন খেলবেন না চোটের কারণে। এমনকী অতিরিক্ত খেলার ধকলও নিতে রাজি নন ব্রিটিশ অলরাউন্ডার।
সামনের মাসেই আইপিএলের নিলাম পর্বের অনুষ্ঠান হবে দুবাইয়ে। তার আগে বেনের সরে যাওয়ার ঘটনায় চিন্তিত ধোনির দল। সিএসকে টিম ম্যানেজমেন্টকে স্টোকসের বদলি নেওয়ার কথা ভাবতে হবে।
স্টোকস আগেই জানিয়েছিলেন, তিনি হাঁটুতে অস্ত্রোপচার করবেন বলে আইপিএল খেলবেন না। গতবারও তিনি দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন। আইপিএলে একটা সময় বেশি অর্থ নিয়ে খেলার নজিরও গড়েছিলেন এই নামী তারকা। স্টোকস সরে যাওয়ায় ধোনির দলের সমস্যা বাড়লই।