শেষ আপডেট: 30th November 2023 12:02
দ্য ওয়া ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় থাকবেন কিনা জল্পনার অবসান ঘটেছে বুধবার। ভারতীয় ক্রিকেট বোর্ড রাহুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে। সেই জল্পনার অবসান হতেই রোহিত শর্মার অধিনায়ক থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে আদৌ তিনি ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে!
বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিক রোহিত। তবে রোহিত নাকি তাঁর ঘনিষ্ট মহলে অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন। যদিও বোর্ড কর্তারা রোহিতকে অধিনায়ক থাকার ব্যাপারে রাজি করানোর চেষ্টা করছে।
ডিসেম্বর মাসেই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। টেস্ট, ওয়ান ডে, টি২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের জন্য বিসিসিআই এখনও ভারতীয় স্কোয়াড ঘোষণা করেনি। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, সেই স্কোয়াড ঘোষণা হলে রোহিতের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবারই দিল্লিতে বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক বসছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগারকার। মনে করা হচ্ছে, সেই বৈঠকেই রোহিতকে নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকাতে ভারত কী দল পাঠাবে সেটাও আলোচ্য বিষয়।
গত টি২০ বিশ্বকাপে লজ্জাজনক ফল হয় ভারতের। তবে সেই কাঁটা সরিয়ে একদিন ক্রিকেটের বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারত ভাল ফল করেছে। ট্রফি জিততে না পারলেও রোহিতের অধিনায়কত্ব যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। তাই বিসিসিআই চাইছে আগামী টি২০ বিশ্বকাপে ভারতের দায়িত্ব থাকুক রোহিতের ওপরই। রোহিত যদি অধিনায়কত্ব ছেড়ে দেন, তবে কে হবে দলের অধিনায়ক? আগে দেখা গেছে, রোহিত টি২০ ম্যাচ না খেললে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। যদিও চোটের কারণে এখনও মাঠের বাইরে তিনি। তবে আশা করা হচ্ছে, জানুয়ারিতেই ফের ভারতীয় জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।