শেষ আপডেট: 11th November 2022 17:38
দ্য ওয়াল ব্যুরো: সমালোচনায় বিদ্ধ ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের পরে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (virat Kohli) ডাকলেন বোর্ড (BCCI) কর্তারা। সেই বৈঠকে থাকবেন রাহুল দ্রাবিড়ও।
কেন কী কারণে দলের এমন হার হল, সেই নিয়ে আলোচনা হবে।
শোনা যাচ্ছে দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের খেলায় খুশি নয় বোর্ড। তার মধ্যে রয়েছেন অশ্বিন, কার্তিক, ভুবনেশ্বর কুমাররা। তাদের নিয়ে কথা হবে বৈঠকে।
সূর্য কুমার যাদব আসল ম্যাচে ব্যর্থ হয়েছেন। পুরো টুর্নামেন্টে কেন সেরা দল গড়া হল না। সেটিও আলোচনায় আসবে।
বোর্ড কর্তাদের কাছে যদিও প্রসংশিত হচ্ছেন কোহলি। তিনি সারা আসরে ভাল খেলেছেন। শেষ ম্যাচেও তার ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরি। হার্দিক পান্ডিয়াও প্রশংসা পাচ্ছেন।
সমালোচনার মুখে রোহিতের অধিনায়কত্ব।
বেঙ্গালুরু বধ ইস্টবেঙ্গলের, কান্তিরাভায় শেষ হাসি ক্লেটনের গোলে