শেষ আপডেট: 10th September 2021 12:42
দ্য ওয়াল ব্যুরো: ম্যাঞ্চেস্টার (Manchester) টেস্টের দিন পালটে আবারও হতে পারে। তেমনই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। খেলা বাতিল হলেও দুই বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করেছে শুক্রবার দুপুরে। কলকাতা (Kolkata) থেকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কনফারেন্স কলে কথা বলেছেন। জানা গিয়েছে, ভারতীয় বোর্ডই প্রস্তাব দিয়েছে ফের টেস্টের কোনও দিন দেওয়া যেতে পারে কিনা। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হয়ে যাবে। তার আগে ম্যাঞ্চেস্টার টেস্ট করা সম্ভব নয়, তাই বছরের কোনও সময় ফের হতে পারে এই টেস্ট ম্যাচটি। ভারতীয় বোর্ড ভেবে দেখেছে ম্যাচ না হলে আয়োজক বোর্ডের বহু অর্থ লোকসান হতে পারে। এটি ভেবে দেখেছেন কর্তারা। এমনিতেই ভারত সিরিজে ২-১-এ এগিয়ে রয়েছে, সিরিজ এখন বাতিল হলে ভারতের সিরিজ জয়ের কথা। আরও পড়ুন: ব্রাজিলের জয়ের নায়ক, খেলা শেষে অভিমানী ও ক্ষুব্ধ নেমার আপাতত বাতিল হলেও ম্যাচটি পরে ফের আয়োজন করা হতে পারে। বিসিসিআই নিজেদের বিবৃতিতে পরে খেলা হওয়ার সম্ভাবনা জিইয়ে রেখেছে। সচিব জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘বিসিসিআই এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মধ্যের সুসম্পর্কের কথা মাথায় রেখে বিসিসিআই এই ম্যাচটি অন্য সময় আয়োজন করার প্রস্তাব দিয়েছে। দুই বোর্ড মিলে আলোচনা করে আগামী দিনে কোনও একটা সময় এই ম্যাচটি আয়োজনের চেষ্টা করার ভাবনা নিয়েছে।” এই নির্ণায়ক ম্যাচ না হওয়ায় বিপুল ক্ষতির মুখে ইসিবি। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, এই ম্যাচ না হওয়ায় প্রায় ২০ মিলিয়ন ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য প্রায় ২০০ কোটি টাকা। ইংল্যান্ড বোর্ড শেষ মুহূর্ত পর্যন্ত চাইছিল যে কোনওভাবে ম্যাচটি হোক। সামনে আইপিএল না থাকলে হয়তো দুই-একদিন পিছিয়ে দিয়ে ম্যাচটি আয়োজন করা হত। কিন্তু সামনেই আইপিএল। ভারতীয় ক্রিকেটাররা এই মুহূর্তে ইংল্যান্ডে থাকতে চাইছেন না। তাঁরা আরব আমিরশাহীতে চলে যেতে চান, কারণ মরুশহরেই হবে আইপিএলের বাকি অংশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'