ছুটিতে যেতে চান গম্ভীর।
শেষ আপডেট: 29 May 2024 16:17
দ্য ওয়াল ব্যুরো: আচমকা ভারতের কোচ হওয়ার প্রশ্নে ধীরে চলো নীতি নিল বোর্ড। কারণ যেভাবে টি ২০ বিশ্বকাপের আগেই কোচ নিয়ে নানা খবর শোনা যাচ্ছে, তাতে বোর্ড কর্তারা কিঞ্চিৎ বিচলিত। এতে দলের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
রাহুল দ্রাবিড় টি ২০ বিশ্বকাপের পরেই সরে যাবেন কোচের পদ থেকে। তাঁর সঙ্গে বার্ষিক ১০ কোটি টাকার চুক্তি হয়েছিল। নতুন কোচের সঙ্গেও তার থেকে বেশি আর্থিক পরিমাণ চুক্তি হতে পারে জানা গিয়েছে।
মঙ্গলবার তারমধ্যেই একটি সর্বভারতীয় ওয়েবসাইট জানাতে শুরু করে, গৌতম গম্ভীরের কোচ হওয়া শুধুই সময়ের অপেক্ষা। কয়েকদিনের মধ্যেই বোর্ড গম্ভীরের নাম ঘোষণা করবে। এই খবর যে আংশিক সত্য সেটি প্রমাণ করতে বোর্ড বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ।
ওই ওয়েবসাইট আরও লিখেছিল, সচিব জয় শাহর সঙ্গে গম্ভীরের কথা হয়ে গিয়েছে। সেই কথোপকথনে গম্ভীর এও বলেছিলেন, এবার দেশের জন্য কিছু করতে হবে। সেইসময় সবাই ধরে নিয়েছিল গম্ভীর ভারতের কোচ হওয়ার কথাই বলেছেন। কিন্তু বিষয়টি যে সঠিক নয়, সেটি প্রমাণ করতে এদিন কেকেআর মেন্টর নতুন করে জানিয়েছেন, আমি এখন ক্রিকেট নিয়ে কিছু ভাবছি না। গত দুই মাস ধরে আমি টানা ক্রিকেটের মধ্যে রয়েছি। এবার পরিবারকে সময় দিতে হবে। আমার জন্য পরিবার অনেক ত্যাগ করেছে, এবার তাদের সময় দেওয়ার পালা।
গম্ভীরকে কেকেআর দীর্ঘমেয়াদী চুক্তিতে পেতে চাইছে। শাহরুখ খান তাঁকে ব্ল্যাঙ্ক চেকও দিয়েছেন। সেক্ষেত্রে ভারতের কোচ হলে নাইট সমর্থকদের হৃদয় ভাঙতে পারে, সেটি ভেবেই গম্ভীরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। তিনি শুধু বলছেন, আমি ছুটিতে যাচ্ছি। পরে সব ভাবা যাবে!