শেষ আপডেট: 13th July 2024 20:27
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ এবং ওডিআই সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারতীয় দল। তবে যে সূচি ঘোষণা করা হয়েছিল তা বদলে গেছে। শনিবার শ্রীলঙ্কা সফরের জন্য পরিবর্ত সূচি ঘোষণা করেছে বিসিসিআই। এক দিন করে পিছিয়ে গেছে টি-২০ ম্যাচ। তবে ভেন্যু একই রয়েছে।
পুরনো সূচি অনুযায়ী, টি-২০ ম্যাচগুলি হওয়ার কথা ছিল ২৬, ২৭ এবং ২৯ জুলাই। সেগুলিই এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে প্রথম ওডিআই ম্যাচ ছাড়া বাকি দুটির কোনও বদল ঘটেনি। সুতরাং ২৭ জুলাই থেকে শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা সিরিজ, শেষ হবে ৭ আগস্ট।
UPDATE ????
— BCCI (@BCCI) July 13, 2024
A look at the revised schedule for #TeamIndia's upcoming tour of Sri Lanka #SLvIND pic.twitter.com/HLoTTorOV7
এই সফরে ভারত পেতে পারে নতুন দুই ক্যাপ্টেন। সূত্রের খবর, রোহিত শর্মা যেহেতু টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাই এই ফরম্যাটে পাকাপাকি অধিনায়ক হতে পারে হার্দিক পান্ডিয়া। তবে এই সিরিজে তিনি না খেললে ক্যাপ্টেন্সি করতে সূর্যকুমার যাদব। অন্যদিক, ওডিআই-তে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কেএল রাহুল।
টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভারতীয় দলের কোচ বদল হয়েছে। রাহুল দ্রাবিড়ের জায়গায় এসেছেন গৌতম গম্ভীর। জুলাই মাসের শেষে শুরু হওয়া এই শ্রীলঙ্কা সফরই গৌতমের ভারতীয় কোচ হিসেবে প্রথম টুর্নামেন্ট হতে চলেছে। সে দিক থেকে দেখতে গেলে ভারতের শ্রীলঙ্কা সফর অনেক নতুন কিছু উপহার দেবে ভারতীয় ক্রিকেট ফ্যানদের।