শেষ আপডেট: 3rd February 2025 00:05
দ্য ওয়াল ব্যুরো : দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। রবিবার (২ ফেব্রুয়ারি) তারা ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৯ উইকেটে জয়লাভ করে। ফাইনাল ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেন গঙ্গাদি তৃষা। টিম ইন্ডিয়ার এই পারফরম্যান্সের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল। আসুন, সেই টাকার অঙ্কটা দেখে নেওয়া যাক।
অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স করলেন। আর সেকারণেই ভারত টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টের খেতাব জিততে পারল। এবার বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, 'এই অভাবনীয় সাফল্যকে সম্মান জানানোর জন্য ভারতীয় কোচ নুশিন খাদির নেতৃত্বাধীন বিজয়ী দল এবং সহকারি কোচিং স্টাফের জন্য বিসিসিআই ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করছে।'
পাশাপাশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি রজার বিনি এই বিজয়ী দলকে শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি লিখেছেন, 'অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আমাদের দেশের মেয়েদের জন্য একরাশ শুভেচ্ছা রইল। এই অভিযান যথেষ্ট কঠিন ছিল। সেই লড়াইয়ে অপরাজিত থাকা কম বড় কথা নয়। গতকাল রাতে নমন অ্যাওয়ার্ড চলাকালীন ওদের পারফরম্যান্স নিয়ে আমরা কথা বলছিলাম। আর আজই ওরা গোটা দেশকে গৌরবান্বিত করল। ভারতীয় মহিলা ক্রিকেট যে উন্নতির পথে এগিয়ে চলেছে, সেটা এই খেতাবই স্পষ্ট করে দিচ্ছে।'
BCCI Congratulates #TeamIndia Women’s U19 Team for Back-to-Back T20 World Cup Triumphs, announces a cash reward of INR 5 Crore for the victorious squad and support staff, led by Head Coach Nooshin Al Khadeer.#U19WorldCup
— BCCI (@BCCI) February 2, 2025
Details ????
এই গোটা টুর্নামেন্টেই গঙ্গাদি তৃষা দুর্দান্ত পারফরম্যান্স করলেন। এমনকী, এই টুর্নামেন্টে তাঁর ব্যাট থেকে একটি শতরানও দেখতে পাওয়া গিয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর ব্যাট থেকেই সর্বাধিক রান দেখতে পাওয়া গিয়েছে। এই টুর্নামেন্টে তৃষা ৩০৯ রান করেছেন। পাশাপাশি শিকার করেছেন ৭ উইকেটও। ফাইনাল ম্যাচেও তিনি ৩ উইকেট শিকার করেন। সেকারণে তাঁর হাতে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজের খেতাব তুলে দেওয়া হয়েছে।