শেষ আপডেট: 21st May 2024 14:36
দ্য ওয়াল ব্যুরো: হ্যারি কেন বিশ্ব ফুটবলে এমন এক মহাতারকা, যাঁর ক্রিকেট নিয়ে আলাদা একটা প্রেম রয়েছে। সেই ভালবাসার টানেই জার্মানি থেকে কেকেআরকে ফাইনালে যাওয়ার আগে আগাম শুভেচ্ছাবার্তা পাঠিয়ে রাখলেন।
হ্যারি কেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক, যিনি লর্ডসে যশ বাটলারদের সঙ্গে ক্রিকেট ম্যাচও খেলেছিলেন। তিনি বিশেষ বন্ধু বিরাট কোহলিরও। তাঁর সঙ্গে দেখাও করেছিলেন। আরসিবি-র প্রতিও বিশেষ অনুরাগ রয়েছে। কিন্তু অদ্ভুতভাবে কেকেআরকে শুভেচ্ছা জানিয়েছেন হায়দরাবাদ ম্যাচের আগে। সেই বার্তায় ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তি জানিয়েছেন, ‘‘হ্যালো, কলকাতা নাইট রাইডার্স। মরশুমের শুরুটা দারুণ শুরু করেছ তোমরা। ফাইনালে খেলতে নামার আগে তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। এফসি বায়ার্নের তরফ থেকে নাইটদের শুভেচ্ছা জানালাম।’’
হ্যারি কেন চলতি মরশুমে নিজে দারুণ পারফরম্যান্স করেছেন। মোট ৩৫টি গোল করেছেন এ মরশুমে। তাঁর দল বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে। এমনকী বুন্দেশলিগাও জিততে পারেনি বায়ার্ন। কিন্তু নিজের দল ভুলে হ্যারি কেন এবার মাতলেন দূরের আইপিএল নিয়ে। তিনি আইপিএলের একটি দলকে শুভেচ্ছা জানাচ্ছেন মানে অনেকেই মনে করছেন এর পিছনেও বানিজ্যিকরণ রয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার আমদাবাদের মোদী স্টেডিয়ামে কেকেআর কোয়ালিফায়ার ওয়ান-এ খেলতে নামবে হায়দরাবাদের বিরুদ্ধে। কলকাতা জিতলেই ফাইনালে চলে যাবে। আর হারলে তারা এলিমিনেটরে চলে যাবে। এই ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। একান্ত বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে নাইটরা গ্রুপ শীর্ষে থাকার কারণে ফাইনালে চলে যাবে।