শেষ আপডেট: 11th March 2025 14:29
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি ঘোষণা করা হয়েছে। এই তালিকায় টাইগারবাহিনীর ২২ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এরমধ্যে অধিকাংশ ক্রিকেটারই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কেন্দ্রীয় বার্ষিক চুক্তিকে মূলত পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র জোরে বোলার তাসকিন আহমেদকেই এ প্লাস ক্যাটেগরিতে রাখা হয়েছে। এ প্লাস ক্যাটেগরিতে শুধুমাত্র তাসকিন আহমেদই রয়েছেন। গত বছর তাসকিন শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটই খেলেছিলেন। তারপরই তাঁকে এই ক্যাটেগরিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ বোর্ডের কাছে অনুরোধ করেছেন, তাঁকে যেন এই কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে আর না রাখা হয়। সেকারেণে ২০২৫ মার্চ মাস থেকে তিনি আর কোনও কনট্র্যাক্টে থাকবেন না।
পাশাপাশি, দলের প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম গত ৫ মার্চ ঘোষণা করে দিয়েছিলেন, একদিনের ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করবেন। আর সেকারণে তাঁকে গ্রেড বি'তে রাখা হয়েছে। ১৮ বছরের ক্রিকেট কেরিয়ারে তিনি ২৩৯ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ঝুলিতে রয়েছে ৭,৭৯৫ রান। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৯ সেঞ্চুরি এবং ৪৯ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।
এ প্লাস
তাসকিন আহমেদ
এ
নাজমুল হুসেন শান্ত, মেহদি হাসান মিরাজ, লিটন দাস এবং মুশফিকুর রহিম।
বি
মোমিনুল হক, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মেহমুদ এবং নাহিদ রানা।
সি
শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান, শরিফুল ইসলাম, রিশাদ হুসেন তানজিম, হাসান সাকিব, মেহদি হাসান।
ডি
নাসুম আহমেদ, খালিদ আহমেদ।