Latest News

Bangladesh: বিশ্বকাপে অনন্য কীর্তি বাংলাদেশের মেয়েদের, ফিরল ২৩ বছর আগের ইতিহাস

দ্য ওয়াল ব্যুরো: মহিলা বিশ্বকাপে (World Cup) প্রথম জয় পেলেন বাংলাদেশের (Bangladesh) মেয়েরা। আড়াই দশক আগে ইংল্যান্ডের মাঠে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশের মহিলা দল। সেই ইতিহাস ফিরল আবারও।

এবারই বিশ্বকাপের মঞ্চে প্রথম খেলতে নেমেছে বাংলাদেশের মহিলা দল। সেই পরিস্থিতিতে পাক দলের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে বাজিমাত, সেটিও এক দারুণ সন্ধিক্ষণ।  ইতিহাস তৈরিই হয় ভাঙার জন্য, সেটি হতেই বাংলাদেশের পুরুষ দলের ক্রিকেটাররাও খুশি। শাকিব আল হাসানরাও বলেছেন, এই জয় দেশের মহিলা ক্রিকেটারদের আরও উৎসাহ দেবে। 

২৩৪-৭ তোলা বাংলাদেশের বিরুদ্ধে ২২৫-৯ এ অলআউট বিসমা মারুফের পাকিস্তান। একঝাঁক রেকর্ড, দুরন্ত কিছু পারফরম্যান্স দিয়ে ঘেরা থাকল ম্যাচ। পাকিস্তানের সিদ্রা আমিনের সেঞ্চুরি সত্ত্বেও বাংলাদেশি বোলারদের দাপটে শেষ পর্যন্ত ৯ রানে হারতে হল পাকিস্তানকে।

ওয়ান ডে বিশ্বকাপে এই প্রথম পা দেওয়ার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ২৩৪-৭ বাংলাদেশের এই ফর্ম্যাটে সবচেয়ে বড় স্কোর। ওপেনার শামিমা সুলতানা ১৭ রানে ফিরে গেলেও অন্য ওপেনার শ্রামিন আখতার ৪৪ করে ফিরে যান। তিন নম্বরে নেমে টিমের ভিত গড়ে দেন ফারগনা হক। ১১৫ বলে ৭১ রানের ইনিংস খেলে যান। দলনেত্রী নিগার সুলতানা করেছেন ৪৬।

পাকিস্তানের বাঁ হাতি স্পিনার নশরা সান্ধু ১০ ওভারে ৪১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২৩৫ তাড়া করতে নেমে পাকিস্তান কিন্তু শুরুতেই জয়ের রাস্তায় উঠে পড়েছিল। ওপেনার নাহিদা খান ৪৩ করে ফিরে গেলেও সিদ্রা আমিন দুরন্ত সেঞ্চুরি করেন। ১৪০ বলে ১০৪ রানের ইনিংসটার পরও পাক টিমকে ম্যাচটা হারতে হল।

You might also like