শেষ আপডেট: 13th February 2025 20:41
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্য়াটার বাবর আজমকে তাঁর সমর্থকরা 'কিং' বলে সম্বোধন করেন। কিন্তু, সম্প্রতি পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক বিনম্র অনুরোধ করলেন, তাঁকে যেন আর 'কিং' বলে না ডাকা হয়। সঙ্গে তিনি এও যোগ করেছেন, ব্যক্তিগত পারফরম্যান্সের তুলনায় তিনি দলের সাফল্যের উপরই বেশি জোর দেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জয়ের পর সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করলেন বাবর। তিনি বলেছেন, 'দয়া করে আমাকে কিং বলা বন্ধ করুন। আমি কিং নই। এখনও পর্যন্ত সেই উচ্চতায় আমি পৌঁছতে পারিনি। এই দলে আমাকে এবার একটি নতুন দায়িত্বে দেখতে পাওয়া যাচ্ছে।'
পাশাপাশি এই ম্যাচ জেতার পর সতীর্থদের ভূয়শী প্রশংসাও করেন বাবর। মহম্মদ রিজওয়ান এবং আগা সলমানের যথেষ্ট তারিফ করলেন তিনি। এই দুই ব্যাটারের মধ্যে চতুর্থ উইকেটে ২৬১ রানের দমদার পার্টনারশিপ গড়ে ওঠে। আর সেকারণেই পাকিস্তান জয়ের টার্গেট পূরণ করতে পেরেছে। বাবর বললেন, 'দলের কাছে একটা বিশেষ পরিকল্পনা ছিল। আমরা সেই পরিকল্পনা অনুসারেই পারফরম্যান্স করেছি। আগা এবং রিজওয়ান যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে।'
আপাতত বাবর আজমের খারাপ ফর্ম অব্যাহত। তাঁর ব্য়াটে রানের খরা চলছে। কিন্তু, বাবর নিজের পারফরম্যান্স সরিয়ে রেখে দলের পারফরম্যান্সের উপর বেশি করে জোর দিতে চাইছেন। তিনি বললেন, 'আমি আগে যা করেছি, সেটা আপাতত অতীত। প্রত্যেকটা ম্যাচ আমার কাছে একটা করে নতুন চ্যালেঞ্জ। আমি বর্তমান এবং ভবিষ্যতের উপর আরও বেশি করে মনোযোগ করতে চাই।'
২০২৩ সালের ৩০ অগাস্ট বাবর আজম মুলতানে শেষ শতরান করেছিলেন। এই ম্যাচে নেপালের বিরুদ্ধে তিনি ১৩১ বলে ১৫১ রান করেন। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এটা তাঁর ৩১তম শতরান ছিল।
মহম্মদ রিজওয়ান এবং সলমান আগার শতরানের দৌলতে পাকিস্তান বুধবার করাচিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে পরাস্ত করে। সেইসঙ্গে ট্রাই সিরিজের ফাইনালেও নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। এই ম্যাচে রিজওয়ান ১২২ রান করেন। অন্যদিকে, জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সলমান তাঁর প্রথম শতরান করেন। তাঁর ব্যাট থেকে ১৩৪ রানের একটি স্মরণীয় ইনিংস বেরিয়ে আসে। শুক্রবার এই মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নামবে পাকিস্তান ক্রিকেট দল।