পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম
শেষ আপডেট: 23 February 2025 07:41
দ্য ওয়াল ব্যুরো: ২২ গজে ভারত বনাম পাকিস্তান মহাদ্বৈরথ দেখার অপেক্ষায় আপাতত সময় কাটাচ্ছে গোটা ক্রিকেটবিশ্ব। রবিবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রথম ম্যাচে হারের জ্বালা ভুলে ভারতের বিরুদ্ধে জেতার আপ্রাণ চেষ্টা করবে পাকিস্তান। কারণ এই ম্যাচটা হারলে তারা সেমিফাইনালের লড়াই থেকে কার্যত ছিটকে যাবে। তবে এই ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে, প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে।
ইতিপূর্বে, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন বাবর আজম। কিন্তু, তাঁর অধিনায়কত্বে পাকিস্তান ক্রিকেট দল খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেনি। পাশাপাশি জিততে পারেনি কোনও আইসিসি ট্রফিও। বাবরের বিরুদ্ধে হামেশাই এই অভিযোগ শুনতে পাওয়া গিয়েছে যে তিনি দলের স্বার্থে খেলেন না। নিজের জন্য খেলেন। এবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার উমর আকমল অভিযোগ করেছেন, 'প্রায় ৫ বছর ক্রিকেটের তিনটে ফরম্যাটে বাবর পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু, ও ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দের কারণে কখনই রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে চায়নি।'
সঙ্গে উমর আকমল আরও যোগ করেছেন, 'আমার একটাও কথা শোনেনি। পাঁচ বছর ধরে যখন ও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিল, তখন একবারের জন্যও রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে চায়নি। যে দলের ব্যাক-আপ ক্রিকেটার যত ভাল, ক্রিকেটের তিনটে ফরম্যাটেই তারা ভাল পারফরম্যান্স করতে পারে।'
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছে। এই ম্যাচে কিউয়ি ব্রিগেড পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্যমাত্রা স্থির করেছিল। জবাবে পাকিস্তান ২৬০ রানেই অলআউট হয়ে যায়। এই ম্যাচে বাবর আজম ৯০ বলে ৬৪ রান করেন। অনেকেই মনে করেন, বাবরের এই স্লো ইনিংস পাকিস্তানের হারের অন্যতম বড় কারণ। ব্যাপারটা নিয়ে বাবর আজমকেও যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে।