Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Bharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট

IND vs PAK: বাবরের বিরুদ্ধে 'স্বজনপোষণ'-এর অভিযোগ, ধুয়ে দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার

বাবরের বিরুদ্ধে হামেশাই এই অভিযোগ শুনতে পাওয়া গিয়েছে যে তিনি দলের স্বার্থে খেলেন না।

IND vs PAK: বাবরের বিরুদ্ধে 'স্বজনপোষণ'-এর অভিযোগ, ধুয়ে দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম

শেষ আপডেট: 23 February 2025 07:41

দ্য ওয়াল ব্যুরো: ২২ গজে ভারত বনাম পাকিস্তান মহাদ্বৈরথ দেখার অপেক্ষায় আপাতত সময় কাটাচ্ছে গোটা ক্রিকেটবিশ্ব। রবিবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রথম ম্যাচে হারের জ্বালা ভুলে ভারতের বিরুদ্ধে জেতার আপ্রাণ চেষ্টা করবে পাকিস্তান। কারণ এই ম্যাচটা হারলে তারা সেমিফাইনালের লড়াই থেকে কার্যত ছিটকে যাবে। তবে এই ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে, প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে।

অভিযোগ করেছেন উমর আকমল

ইতিপূর্বে, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন বাবর আজম। কিন্তু, তাঁর অধিনায়কত্বে পাকিস্তান ক্রিকেট দল খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেনি। পাশাপাশি জিততে পারেনি কোনও আইসিসি ট্রফিও। বাবরের বিরুদ্ধে হামেশাই এই অভিযোগ শুনতে পাওয়া গিয়েছে যে তিনি দলের স্বার্থে খেলেন না। নিজের জন্য খেলেন। এবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার উমর আকমল অভিযোগ করেছেন, 'প্রায় ৫ বছর ক্রিকেটের তিনটে ফরম্যাটে বাবর পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু, ও ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দের কারণে কখনই রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে চায়নি।'

সঙ্গে উমর আকমল আরও যোগ করেছেন, 'আমার একটাও কথা শোনেনি। পাঁচ বছর ধরে যখন ও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিল, তখন একবারের জন্যও রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে চায়নি। যে দলের ব্যাক-আপ ক্রিকেটার যত ভাল, ক্রিকেটের তিনটে ফরম্যাটেই তারা ভাল পারফরম্যান্স করতে পারে।'

নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্লো ইনিংস খেলার অভিযোগ

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছে। এই ম্যাচে কিউয়ি ব্রিগেড পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্যমাত্রা স্থির করেছিল। জবাবে পাকিস্তান ২৬০ রানেই অলআউট হয়ে যায়। এই ম্যাচে বাবর আজম ৯০ বলে ৬৪ রান করেন। অনেকেই মনে করেন, বাবরের এই স্লো ইনিংস পাকিস্তানের হারের অন্যতম বড় কারণ। ব্যাপারটা নিয়ে বাবর আজমকেও যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে।


ভিডিও স্টোরি