শেষ আপডেট: 13th April 2024 15:35
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে প্রতি বলে রেকর্ড হয়ে থাকে। আইপিএল ক্রিকেটে আরও বেশি।
আইপিএলে নতুন রেকর্ড হল লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচে। ব্যাট হাতে নতুন ইতিহাস গড়লেন লোকেশ রাহুলের দলের দুই ব্যাটার আয়ুশ বাদোনি এবং আর্শাদ খান।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাচ্ছিলেন লখনউ দলের ব্যাটাররা। এক পর্যায়ে ৯৪ রানে ৭ উইকেটের পতন ঘটে। এরপর জুটি বাধেন দুই তরুণ ক্রিকেটার আয়ুশ বাদোনি এবং আর্শাদ খান।
এর মধ্যে আয়ুশ ৫টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। আর্শাদ খানের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২০ রানের অপরাজিত ইনিংস। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটের জুটিতে দুই তারকা ৪৫ বলে যোগ করলেন ৭৩ রান। ঘরের মাঠে লখনউকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেওয়ার পাশাপাশি, আইপিএলে নতুন রেকর্ডও গড়লেন তাঁরা।
আইপিএলের ইতিহাসে অষ্টম উইকেটের জুটিতে সর্বোচ্চ রান তুললেন আয়ুশ এবং আর্শাদ। এর আগে অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ রান ছিল ব্র্যাড হগ এবং জেমস ফকনার জুটির। ২০১৪ সালের আইপিএলে তারা রাজস্থান রয়্যালসের হয়ে তুলেছিলেন ৬৯ রান। এক দশকের আগের নজির ভেঙে গিয়েছে।
যদিও শেষ পর্যন্ত এই রেকর্ড জুটির ইনিংস কাজে লাগেনি। ১৮.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে (৬ উইকেটের ব্যবধানে) জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু রেকর্ড তো রেকর্ডই।