শেষ আপডেট: 1st October 2023 00:12
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের টেবল টেনিসে পদক নিশ্চিত করলেন বাংলার দুই নামী তারকা সুতীর্থা ও ঐহিকা মুখোপাধ্যায়। দু’জনেই ভাল বান্ধবী, থাকেন নৈহাটিতে।
মহিলাদের টিটি-র ডবলসের কোয়ার্টার ফাইনালে চিনের জুটিকে হারিয়ে সেমিফাইনালে গেলেন বাংলার দুই নামী তারকা। চিনের জুটিকে সুতীর্থারা হারালেন ৩-১ (১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯) গেমে।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
টেবল টেনিসে ভারতের কোনও পদক নেই। সেদিক থেকে বাংলার দুই কন্যার এটি বিশেষ নজির বলা যেতে পারে। সোমবার এই জুটি সেমিফাইনালে খেলতে নামবে। সেদিনই ফাইনাল ম্যাচ। জিতলে মহানজির হয়ে যাবে ভারতীয় টেবল টেনিসে।
সুতীর্থা ও ঐহিকা হারিয়েছেন বিশ্বের একনম্বর জুটি চিনের মেঙ চেন এবং ওয়াঙ ওইদি জুটিকে। বাংলার দুই কন্যাদের পক্ষে ফল ১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯।
এবার এশিয়ান গেমসে যাওয়ার আগেই সুতীর্থা ও ঐহিকা নিশ্চিত ছিলেন বড় সাফল্য পাবেনই। সেইমতোই এগিয়েছে তাঁরা। দু’বেলা কঠোর পরিশ্রম করে বুঝিয়েছেন তাঁরা কারও চেয়ে কম নন।
সুতীর্থা একটা সময় বয়স ভাঁড়ানোর অভিযোগে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তারপর নৈহাটির বাড়ি থেকে কঠিন চ্যালেঞ্জ নিয়ে ফের দেশের সেরা মহিলা তারকা সম্মান অর্জন করেন।
চলতি গেমসে মণিকা বাত্রা যা পারেননি, সেটাই করে দেখালেন বাংলার এই তারকা। যিনি কোচিং নেন অর্জুন সৌম্যদীপ রায়ের কাছে। নৈহাটি থেকে দক্ষিণ কলকাতার বাড়িতে উঠে এসে তিনি হয়ে উঠেছেন আরও ধারালো। সৌম্যদীপের অ্যাকাডেমিতে কোচিং নিয়ে সুতীর্থার খেলার স্টাইলও বদলে গিয়েছে।
পাশাপাশি নিভৃতে নিজেকে তৈরি করেছেন ঐহিকাও। তিনিও একটা সময় পিছিয়ে পড়েছিলেন। কিন্তু বাবার উৎসাহে ঐহিকাও দেখালেন তাঁর ওপর ভরসা করা যায়। সুতীর্থার সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন খেলেছেন। তাঁদের এই জুটির সাফল্য ম্যাজিকের মতো কাজ করেছে গেমস কোয়ার্টার ফাইনালেও। এবার শুধু পদকের রং বদলানোর অপেক্ষা।
বাংলার দুই মেয়ে সুতীর্থা ও ঐহিকাকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন, দারুণ সাফল্য ও জয়। এশিয়ান গেমসের টেবল টেনিসের ডাবলসে দুরন্ত জয় দুই কন্যার। এই সফলতা বজায় থাকুক বাকি ম্যাচেও। ফাইনালের জন্য আগাম শুভেচ্ছা জানাই।