শেষ আপডেট: 2nd March 2025 19:20
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড ক্রিকেট দলের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র আপাতত একটাই গান ধরেছেন। 'বাপু, তু তো হানিকারক হ্যায়'। গান ধরবেন না'ই বা কেন? টিম ইন্ডিয়ার 'বাপু' অক্ষর প্যাটেল যেভাবে তাঁর ক্যাচ তালুবন্দি করলেন, সেটাকে ক্লাসিক বললেও বোধহয় কম বলা হয়। শেষ পর্যন্ত ৬ রান করে প্যাভিলিয়নে ফিরতে হল এই তরুণ ব্যাটারকে।
রাচিন রবীন্দ্র যে ব্যাটার হিসেবে সবসময়ই ভয়ঙ্কর, সেটা আলাদা করে বলার দরকার নেই। প্রথম হাফসেঞ্চুরি করতে তিনি যতগুলো বল খেলেন, পরের হাফসেঞ্চুরি করতে তিনি তার অর্ধেক বল খেলেন। মানে, যে কোনও সময় তিনি ব্যাটিং গিয়ার পরিবর্তন করতে পারেন। কিন্তু, ভারতীয় বোলারদের কাছে তিনি 'দুঃস্বপ্ন' হয়ে উঠতে পারলেন না।
চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের এই অলরাউন্ডারের ওভারটা যথেষ্ট ঘটনাবহুল ছিল। ওভারের দ্বিতীয় বলটা ওভার-স্টেপিংয়ের কারণে নো হয়ে যায়। পরের বলটা ফ্রি-হিট ছিল ঠিক কথাই, কিন্তু বরুণ চক্রবর্তীর হাতে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন রাচিন রবীন্দ্র। কিন্তু, বরুণ সেই ক্যাচটা মিস করলেনই। তার উপর বলটায় ফুটবলের মতো শট মেরে একেবারে বাউন্ডারির বাইরে বের করে দিলেন।
এই ঘটনার পর হার্দিকের চোখ-মুখ দেখে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিল যে তিনি একেবারে খুশি হতে পারেননি। অবশেষে ওভারের শেষ বলে আসে সেই কাঙ্খিত সাফল্য। অফসাইডের বাইরে ডেলিভারি করেছিলেন হার্দিক। রবীন্দ্র বলটা কার্যত উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু, ব্যাটে-বলে টাইমিংটা খুব একটা ভাল হয়নি। ডিপ থার্ডে দাঁড়িয়ে ছিলেন অক্ষর। প্রথমে তিনি ক্যাচটা ঠিক করে ঠাহর করতে পারেননি। অবশেষে সামনের দিকে ডাইভ দেন তিনি। সঙ্গে অসাধারণ একটি ক্যাচ ধরলেন।
HARDIK PANDYA STRIKES FOR INDIA. ????
— Tanuj Singh (@ImTanujSingh) March 2, 2025
- What a Catch by Axar Patel. ????pic.twitter.com/2DnqN6y3RN
এই ম্যাচে ভারত টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল। নির্ধারিত ৫০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করে। নিউজিল্যান্ডকে এই ম্যাচটা জিততে হলে কিউয়ি ব্রিগেডকে ২৫০ রান করতে হবে। পাঁচ ওভার শেষে নিউজিল্য়ান্ড এক উইকেট হারিয়ে ২৩ রান করেছে।