শেষ আপডেট: 9th February 2025 14:30
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, একটা ক্রিকেট ম্যাচে ক্যাচ মিস করলে ম্যাচও হাতছাড়া হয়ে যায়। ভারত বনাম ইংল্য়ান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তেমনই একটি ভুল করে বসলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার ফিল সল্টের একটা লোপ্পা ক্যাচ তিনি মিস করলেন।
এই ম্যাচে টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমেছে। ওপেন করছেন বেন ডাকেট এবং ফিল সল্ট। নাগপুর ম্যাচে যে শুরুটা এই জুটি করলেও, বড় রানের পার্টনারশিপ গড়তে পারেনি, কটকের বরাবাটি স্টেডিয়ামে সেই অভাবটাই পূরণ হচ্ছে। ১০ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৭৫ রান করেছে। মাত্র ৪১ বলে তাঁদের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।
ষষ্ঠ ওভারে বল করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। ওভারের অন্তিম ডেলিভারিতে বড় শট হাঁকাতে গিয়েছিলেন সল্ট। ডিপ পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন অক্ষর প্যাটেল। বলটা যেন তাঁর হাতের ঠিকানায় লেখা ছিল। এসেও গিয়েছিল দুই তালুর মধ্যে। কিন্তু, তারপর বলটা তালু গলে বেরিয়ে যায়। হার্দিক যেন নিজের চোখটাই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি হাঁটু মুড়ে বসে পড়েন।
Axar Patel dropped Ben Duckett's catch.#INDvENG #AxarPatel pic.twitter.com/s8eDpbpyGU
— Tanveer (@tanveermamdani) February 9, 2025
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে কটকের বরাবাটি স্টেডিয়ামে জিততে পারলেই সিরিজ পকেটে পুরে ফেলতে চাইবে। দলে ফিরেছেন বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালের জায়গায় প্রথম একাদশে ফিরেছেন তিনি। এই ম্যাচে কিং কোহলির ব্যাটিংয়ের উপরেও সকলের নজর থাকবে।